মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

কালীগঞ্জে মায়ের মৃত্যু শোকে ছেলের আত্মহত্যা



কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে মায়ের মৃত্যু শোকে নূর ইসলাম শেখ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ। নূর ইসলাম উপজেলার বড়পাড়া গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ৯ দিন আগে নূর ইসলামের মা মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোমবার রাতের খাবার খেয়ে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে নূর ইসলাম ঝুলে আছেন। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নূর ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট লিংকঃ