বুধবার, ১৫ জুন, ২০১৬

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবিরোধী আলোচনা সভা ও র‌্যালি


স্টাফ রিপোর্টার

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে দুর্নীতি বিরোধী পক্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে র‌্যালিটি কোনাবাড়ী শিল্প এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সমিতির কর্মকর্তা / কর্মচারী ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর বিদ্যুৎ সমিতির কোনাবাড়ী আঞ্চলিক সমিতি বোর্ডের পরিচালক কায়সার আজাদ, কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. মোখলেছুর রহমান সরকার ও এজিএম (ওঅ্যান্ডএম) মো. নূরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রাহক সেবার ক্ষেত্রে কোনো প্রকার অবৈধ অর্থ লেনদেন এবং গ্রাহক হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রশিদ ছাড়া কাউকে অর্থ না দেওয়ার জন্য গ্রাহকদেরকে পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্ট লিংকঃ