বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

কালীগঞ্জে চাঁদবাজির চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিক আটক


আটককৃত তিন ভুয়া সাংবাদিক

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে চাঁদবাজির চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছেন স্থানীয় জনতা।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের দুপুরেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত ভুয়া সাংবাদিকরা হলেন- নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী, ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান ও নরসিংদীর মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হারুন-অর-রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় ওই তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চায়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানে কতর্ব্যরতদের সন্দেহ হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।
সংশ্লিষ্ট লিংকঃ