রবিবার, ১২ জুন, ২০১৬

ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি মেয়রের বিরুদ্ধে মামলা করছে দুদক



স্টাফ রিপোর্টার

ত্রাণ তহবিলের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জুন) কমিশন থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের ওই টাকা আত্মসাৎ হয় এমন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মেয়র ও হিসাব রক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম শিগগির মামলাটি দায়ের করবেন বলে প্রণব কুমার জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, মেয়র আব্দুল মান্নান ও গোলাম কিবরিয়ার পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সময় পর্যন্ত কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন।

অভিযোগটি দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হওয়ায় কমিশন ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করার জন্য অনুমতি প্রদান করে।
সংশ্লিষ্ট লিংকঃ