স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জন্য তিন দিনের ‘ডিজিটাল বাংলাদেশ’ (প্রযুক্তি বিষয়ক) এর ওপর এক রিপোটিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান। তিনি বলেন, দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করণে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম সমাজের দর্পন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়কারী ও পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, বাংলাভিশন এর সিনিয়র বার্তা সম্পাদক আবু রুশদ মোঃ রুহুল আমিন, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান।
প্রশিক্ষণে গাজীপুর জেলার ৫টি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরএলাকার প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সংবাদ সংস্থার অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।