স্টাফ রিপোর্টার
গাজীপুরে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। হামলায় মোবাইল কোর্টের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
গাজীপুরের বাজার কর্মকর্তা আবদুস সালাম জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা শহরের চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ করায় এবং মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানকে জরিমানার কথা জানান। মোবাইল কোর্ট গোবিন্দ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেন।
এ সময় মোবাইল কোর্ট সদস্যদের ওপর হামলা চালান বাজারের অন্য ব্যবসায়ীরা। এ সময় হামলাকারীরা মোবাইল কোর্টের একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ব্যবসায়ীরা জানান, প্রতি মাসেই গাজীপুরের বাজার কর্মকর্তা আবদুস সালাম প্রতি দোকান থেকেই চাঁদা নেন। রোজা ও ঈদ উপলক্ষে গোবিন্দ ট্রেডার্স দোকানে কয়েকদিন আগে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাজার কর্মকর্তা আবদুস সালাম ব্যবসায়ীদের হুমকি দেন।
আজ সকালে মোবাইল কোর্ট নিয়ে এসে তুচ্ছ অপরাধে গোবিন্দ ট্রেডার্সের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে সব দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন।