মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

নাওজোরে ব্যাগভর্তি টাকা উদ্ধার


ফাইল ফটো

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের জানালার সানশেডের ওপরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার বেলা দুইটার দিকে শপিং ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আজ দুপুরে এলাকাবাসী গাজীপুরের নাওজোর আলেকজান বালিকা উচ্চবিদ্যালয়ের জানালার সানশেডের ওপর একটি শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে জানানো হয়। পরে তিনি ব্যাগটি নিচে নামিয়ে খুলে তার মধ্যে এক হাজার টাকার নোট মোট ১০ লাখ টাকা দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকাগুলোর উৎস সম্পর্কে জানার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট লিংকঃ