জয়দেবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দেবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

গাজীপুরে বদলাচ্ছে সাড়ে ৩ হাজার ফোন নম্বর


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬xxxx গ্রুপের তিন হাজার ৪০০ টেলিফোনের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে। 

এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে আট ডিজিটের নতুন নম্বর। অন‌্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে।

যেমন এতোদিন যে ফোনের নম্বর ছিল ৯২৬১০০০, সেটির নতুন নম্বর হবে ৪৯২৬১০০০।

এ পরিবর্তন কার্যকর হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে। নম্বর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহককে তার নতুন নম্বর জানিয়ে দেবে বিটিসিএল।

পরিবর্তিত বা নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এছাড়া পরিবর্তিত নম্বর জানতে এবং জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে ১৬৪০ নম্বরে অথবা অফিস সময়ে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ঈদে পোশাক শিল্প মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার পরামর্শ মন্ত্রীর


এবিসি নিউজ
গাজীপুর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে পোশাক শিল্প মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে 'গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা' পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ অনুরোধের কথা জানান। 

মন্ত্রী বলেন, ''প্রতি ঈদের আগে পোশাক কারখানাগুলো এক সঙ্গে ছুটি ঘোষণা করেন। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় - আমরা বারবার গার্মেন্ট মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি - তাই এবার মন্ত্রণালয় থেকে বিজিএমইকে নির্দেশনা দেওয়া হয়েছে - আশা করছি, তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না, গার্মেন্ট মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন।

'' মন্ত্রী ঈদের আগে সাভার ও আশুলিয়াকে একদিন এবং গাজীপুরে একদিন পৃথকভাবে ছুটি দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, ''ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা ও বাইমাইল এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন ময়লা ফেলে যানজটের সৃষ্টি করছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। আজকের পর থেকে এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি কর্পোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য মন্ত্রী হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।

'' ওবায়দুল কাদের বলেন, ''রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এ ছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। এবার মন্ত্রণালয় থেকে আগেভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেওয়া হবে।

'' তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে। তা ছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায় এসব যানজট হয়। তাই ফিটনেসবিহীন পশুবাহী গাড়িগুলো যেন মহাসড়কে উঠতে না পারে সে জন্য কঠোর নিদের্শনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

গাজীপুরে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হিড়িক

ফাইল ফটো

এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু এবং জেল-জরিমানা করার ঘোষণায় গ্রাহকরা স্বেচ্ছায় এ কাজ করছেন।

বৃহস্পতিবার তিতাস গ্যাস কোম্পানির গাজীপুরের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় কালিয়াকৈরের আন্ধারমানিক এলাকায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ খুলে নেন গ্রাহকরা।

এ ছাড়া জেলার বোর্ডবাজার, গাছা, হাড়িনালসহ বিভিন্ন এলাকার স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর পাওয়া গেছে।

গাজীপুর জেলার বিভিন্ন স্থানের লোকজন গত ক’বছর ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্থাপিত গ্যাসলাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে তিতাস কর্তৃপক্ষ সম্প্রতি মাইকিং করে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। অন্যথায় জেল-জরিমানা করার ঘোষণা দিলে লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেন।

তিতাস গ্যাসের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য হেড অফিস থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমরা এলাকায় মাইকিং করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে যোগাযোগ করেন। পরে আন্ধারমানিক এলাকার তিনটি পয়েন্টে প্রায় এক হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, আমাদের ঘোষণা ছিল সাঁড়াশি অভিযান চালাব। গ্যাস আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে। যারা যারা অবৈধ সংযোগ বসিয়েছেন নিজ দায়িত্বে লাইনগুলো ফেরত দিয়ে দেন।

তিনি জানান, আমাদের পরিচালিত মোবাইল কোর্টের অভিযানের সময় অবৈধ সংযোগ ধরা পড়লে অন দ্য স্পটে সাজা দেওয়া হবে। আর যদি কেউ স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জমা দিয়ে দেয় তবে তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়া হবে না।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

গাজীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরে হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী এলাকার মো. কালাম (৩০) ও একই এলাকার ইকবাল হোসেন (২২)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুল লতিফ (২৫) ও মো. মোখলেছ (১৯)।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিরা রুপালী খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৫) গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে শ্রীপুর উপজেলার ৬নং বরমী ইউনিয়নের গিলাশ্বর এলাকার আ. মান্নানের প্রজেক্টর পূর্ব পার্শ্বের বাউন্ডারি ওয়ালের পিলারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুপালী খাতুনের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম।

পুবাইলে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

পুবাইলে স্কুল শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেন। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই স্কুলটি দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে শিক্ষককে মারধরকারী অভিভাবক পলাশ পিরিচকে আটক করেছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আবু বকর পরীক্ষার ফল খারাপ করায় নবম শ্রেণির ছাত্র পলব পিরিচকে চড়-থাপ্পর দিয়ে শাষন করেন। এর জেরে গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রের বাবা পলাশ পিরিচ আবু বকরকে মারধর করেন।

শিক্ষককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। তারা মিছিল নিয়ে টঙ্গী-ঘোড়াশাল সড়কে ওঠতে গেলে পুলিশ তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করেন। এতে আহত হয় অন্তত ২৮ জন শিক্ষার্থী।

উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ এবং পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করেন এবং কিছুক্ষণ টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করেন। এ সময় পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  মো. মোবারক হোসেনসহ দুই পুলিশ আহত হন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন এবং যানবাহন ভাঙচুর শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তা না শুনে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

এ সময় পুবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হলে বিক্ষোভকারীদের লাঠিপেটা ও ধাওয়া করা হয়। শিক্ষকের ওপর হামলাকারী অভিভাবক পলাশকে মঙ্গলবার সকালে আটক করা হয়েছে।

অধ্যক্ষ মারফত আলী দেওয়ানের বরাত দিয়ে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার থেকে স্কুলের সকল ক্লাস দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

এবার থেকে ছাত্রীও ভর্তি করবেন আইইউটি

ওআইসি মহাসচিবকে ফুলেল শুবেচ্ছা জানাচ্ছেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

এবিসি নিউজ
আইইউটি, গাজীপুর

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হবে। শুক্রবার সকাল ৯টায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব ও বিশ্ববিদ্যালয়টির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি সার্বিক সহযোগিতা দেবেন। তা ছাড়া আইইউটিতে বিবিএ অনুষদ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ কয়েকটি নতুন প্রোগ্রাম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ওআইসির মহাসচিব। 

এ সময় আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ওআইসিতে বাংলাদেশর পরিচালক গাউসুল আজম সরকারসহ বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সহকারী প্রটোকল অফিসার মো. নাহিদুল ইসলাম প্রধান জানান, আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং- এ চার বিভাগে ২৪০ জনের মতো ছাত্রী ভর্তি করা হবে। ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা ও আগামী জানুয়ারিতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। 
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে এখানে প্রথম ছাত্র ভর্তি করা হয়। ওআইসির তত্ত্বাবধান ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়।

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মেয়র মান্নানের জামিন, মুক্তিতে বাধা নেই


এবিসি নিউজ
গাজীপুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িকভাবে বরখাস্ত মেয়র এম এ মান্নানকে তিন মাসের জামিন দিয়েছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ।একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

চলতি বছরের জুন মাসে সিটি কর্পোরেশনের আয়-ব্যয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। তার বিরুদ্ধে মোট ২৯ মামলার সবকটিতে জামিন পাওয়ায় এখন আর মুক্তিতে তার কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ রানা।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসেবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি বলে গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেফতার হন। পরে তাকে ২২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর ১৫ এপ্রিল তাকে পুনরায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

পুবাইলে ককটেলসহ ৪ শিবিরকর্মী গ্রেপ্তার


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থেকে চার শিবিরকর্মীকে আটক করেছেন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল, দুইটি ছোরা ও সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বই। রবিবার বিকেলে বসুগাঁও এলাকার একটি বাসা থেকে এসবসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়ারচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৩), নাটোরের লালপুর থানার ধুপইল গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে রমজান (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার রায়ের গ্রাম গ্রামের রুহুল আমীনের ছেলে জাহিদ হোসেন (২৪) ও জামালপুরের দেওয়ানগঞ্জের জোয়ানের চর গ্রামের লাল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৯)। তাদের মধ্যে রমজান ও জাহিদুল ইসলাম কলেজছাত্র।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, রবিবার বিকেলে পুবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বসুগাঁও এলাকার গিয়াস উদ্দিনের একটি বাসা থেকে তাদের আটক করেন। শিবির কর্মী হলেও নাশকতার পরিকল্পনা করছিলেন কিনা রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হাজার ৪২১ কোটি টাকার বাজেট ঘোষণা


এবিসি নিউজ
গাজীপুর

নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ২০১৬-২০১৭ অর্থ-বছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। 

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মণ্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আছলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

২০১৬-২০১৭ অর্থবছরের এই ঘোষিত বাজেটে কোনো প্রকার উদ্বৃত্ত নেই। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন এ সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে তিনি সকল কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। 

ঘোষিত বাজেটের ৬৯ দশমিক ০৭ ভাগ বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান থেকে, ১৩ দশমিক ০১ ভাগ গৃহ ও ভূমির উপর কর, ৫ দশমিক ৪৪ ভাগ সরকারি অনুদান এবং সেলামী ও অন্যান্য রাজস্ব আয় থেকে ৫ দশমিক ১৮ ভাগ আয় ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের  ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এম.এ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের ৩য় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

পলাশ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, অন্তত ২৪ জন আহত


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায়  নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে । পলাশ পরিবহনের একটি বাস নবীনগর থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। চক্রবর্তী এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসের সব যাত্রী কমবেশি আহত হন।

তিনি অারও জানান, স্থানীয়রা অন্তত ২৪ জনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে ।

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

কোনাবাড়ি-কাশিমপুর সড়ক বেহাল, চরম দুর্ভোগে এলাকাবাসী

কোনাবাড়ি-কাশিমপুর সড়কের বেহাল অবস্থা
এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর সড়কটি বেহাল। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় তিন মাস ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এখন হেঁটে চলাচল করাও অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। তিন-চার মাস আগে সড়কটির কোনাবাড়ি প্রান্ত থেকে সংস্কারকাজ শুরু হয়। এক কিলোমিটারের কম সড়কে আরসিসি ঢালাই দেওয়া হয়। সড়কের এক পাশে নালাও নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কের বাকি অংশের কাজ বন্ধ হয়ে আছে। এ অংশে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে আছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, সড়কটিতে হেঁটেও চলাচল করতে পারছেন না মানুষ।

কাশিমপুর বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, দোকানের মালামাল ক্রয় করতে প্রতিদিনই কোনাবাড়ি বাজারে যেতে হয়। রাস্তা বেহাল হওয়ায় বাড়তি চার-পাঁচ কিলোমিটার দূর ঘুরে কোনাবাড়ি যেতে হয়।

জরুনের কেয়া স্পিনিং কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন কারখানায় কাজে যেতে হয়। অথচ রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় এতে হাঁটা যায় না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কাজে যেতে হয়।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের আরসিসি ঢালাই করা অংশ চলাচলের জন্য এখনো খোলা হয়নি। এখন রাস্তার ওপর হাটবাজার বসছে। সড়কটির বাকি পাঁচ কিলোমিটার অংশেই বড় বড় গর্ত আছে। এসব গর্তে পানি জমে আছে। এলাকাবাসী ও স্থানীয় কারখানার শ্রমিকদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কয়েকটি স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

হরিণাচালা এলাকার বাসিন্দা মোনতাজ আলী বলেন, রাস্তা খারাপ থাকায় রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হয় না।

স্কুলশিক্ষক রহিম সরকার বলেন, সড়কটির আশপাশে কয়েকটি কিন্ডারগার্টেন রয়েছে। এসব স্কুলে কয়েকশ ছেলেমেয়ে লেখাপড়া করেন। স্কুলে যাতায়াতের সময় শিশুদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার বলেন, কোনাবাড়ি-কাশিমপুর সড়কের জরুন এলাকা থেকে তাঁর ওয়ার্ড শুরু হয়েছে। সেখান থেকে তাঁর পুরো এলাকার রাস্তাই খারাপ। মানুষ ঠিকমতো চলাচল করতে পারছেন না। এলাকার এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তা।

সিটি কর্পোরেশনের জোন-৫-এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান বলেন, ওই সড়কের কিছু অংশে কাজ করা হয়েছে। বাকি অংশের কাজও পর্যায়ক্রমে করা হবে।

শনিবার, ২৩ জুলাই, ২০১৬

কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশুরা পিতা-মাতার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রথমবারের মতো কিশোর-কিশোরী অপরাধীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। প্রথম দিনে মোট ১১ জন কিশোর-কিশোরী তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন।

দীর্ঘদিন পিতামাতার সাহচর্যবঞ্চিত যেসব শিশু, কিশোর-কিশোরীরা দেশের বিভিন্ন কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে, তারা যাতে তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারে, সে উদ্দেশ্যেই ‘ভিডিও যোগাযোগ’ চালুর উদ্যোগ নিয়েছেন সরকার। 

গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে শনিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে ‘ভিডিও যোগাযোগ’ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর মাধ্যমে দেশের সকল কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে এ যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কাবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, নানা কারণে অপরাধে জড়িয়ে পড়া কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশু, কিশোর-কিশোরীরা যাতে তাদের মা, বাবাসহ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

গাজীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরণ সাহা এবং ওই কিশোরী উন্নয়ণ কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক আবুল ফজল মো. আমান উল্লাহ জানান, গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্র ও টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র এবং যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্র তিনটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। আদালতের মাধ্যমে এখানে আসা এসব শিশু, কিশোর-কিশোরীদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছেন সরকার। অভিভাবকরা নিজ জেলার সমাজ সেবা কার্যালয় থেকে এ সব নিবাসে থাকা তাদের সন্তানদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

আইইউটিতে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক জাতীয় ফেস্ট অনুষ্ঠিত


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় জাতীয় ফেস্ট ‘মেকসেলারেশন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় লাইন ফলোয়ার রোবট কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রজেক্ট প্রেজেন্টেশন, পোষ্টার প্রেজেন্টেশন, সাধারন জ্ঞান কুইজ ও বিজনেস আইডিয়ার কম্পিটিশন হয়।

শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরান্তা আতমাজ্জা। আইইউটি’র উপাচার্য ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোব ফারমাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ডিরেক্টর সামির আল রাশিদ, আয়োজক কমিটির সভাপতি মাইনুর রহমান মাহি।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় আইইউটি, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডুয়েট, মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ব্র্যাক ইউনিভারসিটিসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকরা জানান, পণ্য বাজারজাত করণ ও ভবিষ্যত ব্যাবসায়িক ক্ষেত্রে সম্পর্কে ধারনা বিনিময় করাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

লেগুনাচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাংচুর


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

ইটাহাটায় লেগুনা চাপায় একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন খান জানান।

নিহত ইসমত আরা (২৫) ওই কারখানার সুয়িং অপারেটর ছিলেন। তিনি রংপুরের গঙ্গাচড়া এলাকার হাসান মিয়ার স্ত্রী।

দুর্ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন ও গাড়ি ভাংচুর করেন।

এসআই মো. আরিফ হোসেন খান বলেন, “দুপুরের কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ইসমত। এ সময় কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“এর প্রতিবাদে বেলা ২টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সাড়ে ৩টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

গাজীপুর বারে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির আপিলের রায় ২৮ জুলাই

গাজীপুর বারে বোমা হামলা পরবর্তী ছবি 
এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর আইনজীবী সমিতি ভবনে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার মামলার ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে শেষ হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে ২৮ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।  

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম । 

উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২ নম্বর হলরুমে বোমা হামলা চালায় জেএমবির সদস্যরা। এই হামলায় চার আইনজীবীসহ ৮ জন নিহত হন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন হামলাকারী জেএমবি সদস্য আসাদ ওরফে জিয়া। 

ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানীসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ২০০৭ সালের ৪ জুলাই ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

এই মামলায় ৭০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক শেষে ২০১৩ সালের ২০ জুন বিচারিক আদালত ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেএমবির সদস্য এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান আরিফ ওরফে আকাশ ওরফে হাসিব, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম ওরফে আরশাদ ওরফে আব্বাস খান, মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর। 

মৃত্যুদণ্ডের এই রায় অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি কারাগারে থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১০ আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন। গত মে মাসে মামলাটি শুনানির জন্য সংশ্লিষ্ট ডেথ রেফারেন্স শাখা থেকে হাইকোর্ট বিভাগে পাঠানোর পরে মামলার শুনানি শেষে ২৮ জুলাই রায়ের দিন ধার্য করা হয়েছে। 

আন্দোলনের চাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ দিনের মধ্যে বিপিএড পরীক্ষা

বিপিএড পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
এবিসি নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে আগামী ২০ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের সামনে আজ বুধবার সকাল ১০টা থেকে বিপিএড শিক্ষার্থীদের আয়োজনে দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

সারা দেশের ৬টি সরকারি ও ৩০টি বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপিএড পরীক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য দেন অরুপ কুমার বৈদ্য, আহসান হাবীব, সাইফুল্লাহ সায়ীফ প্রমুখ। বক্তারা বলেন, প্রায় এক বছর আগে বিপিএড পরীক্ষার ফরম পূরণ করা হলেও আজ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। তাই অবিলম্বে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে হবে। 

পরে আন্দোলনকারীদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসেন। আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শাহ আলম ঢালী বিক্ষোভকারীদের সমাবেশে গিয়ে ২০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের কথা জানান। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানান।

এ ঘোষণার পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

যাবজ্জীবন সাজায় বন্দি থেকে মুক্তি পেলেন শতবর্ষী বৃদ্ধা অহিদুন্নেসা


এবিসি নিউজ
গাজীপুর

মুক্তি পেলেন শতবর্ষী বৃদ্ধা অহিদুন্নেসা। তিনি এক আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবনা দণ্ডপ্রাপ্ত হয়ে ২০ বছর কারাভোগ করেছেন। যাবজ্জীবন সাজার আদেশ বাতিল করে তাকে মুক্তির নির্দেশ সংক্রান্ত আপিল বিভাগের আদেশের অনুমতি কারাগারে পৌঁছালে মঙ্গলবার গাজীপুর কাশিমপুর কারাগারের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।

গাজীপুরের কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা সাংবাদিকদের জানান, আপিল বিভাগের আদেশের অনুলিপি যাচাই-বাছাই করে আজ বেলা ১২টায় অহিদুন্নেসাকে মুক্তি দেয়া হয়। এরপরই অহিদুন্নেসা শুকরিয়া আদায় করেন এবং প্রধান বিচারপতিসহ তার মুক্তির পেছনে যারা ভূমিকা রেখেছে তাদের জন্য দোয়া করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত মামলা এবং শত্রুতা থাকার কারণে ১৯৯৭ সালের ২৯ জুন রাতে চাঁদপুরের মতলব থানার জোরাখালী গ্রামের হযরত আলীসহ পরিবারের আট সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় মতলব থানার হত্যা মামলায় ওই বছরই গ্রেফতার হন অহিদুন্নেছা। এরপর থেকেই তিনি কারাগারে বন্দী ছিলেন। 

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ২০০০ সালের ১৪ মে চাঁদপুরের জেলা ও দায়রা জজ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং অহিদুনেচ্ছাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচার চলাকালে মারা যান দুই আসামি। দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করলে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে ২০০৪ সালের ৬ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম ওরফে মন্টু ও ছালামত প্রধানিয়ার সাজা বহাল রাখা হয়। ছালামত প্রধানিয়া অহিদুন্নেছার স্বামী। খালাস পায় নয় আসামি। যাবজ্জীবন সাজা বহাল থাকে আলী হোসেন, অহিদুন্নেছা ও ভানু আক্তারের। 

যাবজ্জীবন সাজা বহালের রায়ের বিরুদ্ধে ৪৭০ দিন পর লিভ টু আপিল করেন অহিদুন্নেছা। ২০০৭ সালের ১২ আগস্ট ওই আপিল খারিজ করে দেন তৎকালীন আপিল বিভাগ। ফলে তাকে যাবজ্জীবন সাজা ভোগ করতে হয়। 

গত ২৬ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার পরিদর্শনকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অহিদুন্নেছাকে দেখতে পান। পরে শতবর্ষী অহিদুন্নেছার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন প্রধান বিচারপতি। এরপরই প্রধান বিচারপতি যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 

২৯ জুন চিঠিতে অহিদুন্নেছা লিখেছেন, বর্তমানে ১০০ বছরের বৃদ্ধা আমি। আমার স্বামী, পুত্র, পুত্রবধূসহ পরিবারের ১১ জন সদস্য ষড়যন্ত্রমূলকভাবে একটি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আমার পরিবারের সকল পুরুষ সদস্য জেলে থাকায় সময়মত আইনজীবী নিয়োগ করতে না পারায় আমার লিভ টু আপিল খারিজ হয়ে যায়। আমি এখন চোখে কম দেখি। কারো সাহায্য ছাড়া চলতে পারি না। আমার পুত্রবধূ কারাগারে আমার দেখভাল করেন। জীবনের শেষ পর্যায়ে আমি আপিল বিভাগের যাবজ্জীবন সাজা বহালের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন করতে চাই।

এরপরই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা অহিদুন্নেছার রিভিউ করার আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পাঠিয়ে দেন।

সোমবার রিভিউ পিটিশনটি শুনানির জন্য আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আসে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ যাবজ্জীবন সাজার রায় বাতিল করে তাকে অবিলম্বে কারামুক্তির নির্দেশ দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

নাওজোরে ব্যাগভর্তি টাকা উদ্ধার

ফাইল ফটো

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের জানালার সানশেডের ওপরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার বেলা দুইটার দিকে শপিং ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আজ দুপুরে এলাকাবাসী গাজীপুরের নাওজোর আলেকজান বালিকা উচ্চবিদ্যালয়ের জানালার সানশেডের ওপর একটি শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে জানানো হয়। পরে তিনি ব্যাগটি নিচে নামিয়ে খুলে তার মধ্যে এক হাজার টাকার নোট মোট ১০ লাখ টাকা দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকাগুলোর উৎস সম্পর্কে জানার চেষ্টা চলছে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে জাদুঘর হবে

হুমায়ূন আহমেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে নানা আয়োজন


এবিসি নিউজ
গাজীপুর

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর সদরের পিরোজ আলী গ্রামে নুহাশপল্লীতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, মঙ্গলবার সারাদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া-মাহফিল, এতিম ভোজ প্রভৃতি।

বেলা ১০টায় জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন তার ছোট দুই ভাই অধ্যাপক জাফর ইকবাল, আহসান হাবীব এবং তাদের তিন বোন।

কবর জিয়ারত শেষে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদ স্মরণে নুহাশপল্লী ছাড়াও অন্যত্র পারিবারিকভাবে মিউজিয়াম (জাদুঘর) করার ইচ্ছা আছে।”

এরপর হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে শ্রদ্ধা জানান লেখকের কবরে।

নুহাশপল্লীর ভাস্কর মো. আসাদুজ্জামান জানান, লেখকের মৃত্যুবার্ষিক উপলক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সিঙ্গাপুর থেকে আনা মেটালের তৈরি ‘উপুড় হয়ে শুয়ে বই পাঠরত এক নারীর মূর্তি’ নুহাশ পল্লীতে স্থাপন করবেন।মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাওন ঢাকা থেকে দুই ছেলে নিশাদ ও নিনিদসহ সোমবার রাত ১০টার দিকে নুহাশপল্লীতে এসে অবস্থান করছেন বলে তিনি জানান।

মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই-এ স্থানীয় সময় ১১:২০ মিনিটে নিউ ইয়র্কের বেলেভ্যু হসপিটালে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। ২৪ জুলাই তার লাশ নিজের গড়া নুহাশ পল্লীর লিচুতলায় দাফন করা হয়।

জনপ্রিয় এই লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শহিদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তাঁর পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও (ইংরেজী: SDPO - Sub-Divisional Police Officer) হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পরিবেশ দূষণের দায়ে দুটি পোশাক কারখানাকে জরিমানা



এবিসি নিউজ
গাজীপুর

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুটি পোশাক কারখানাকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড.মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার এই জরিমানা আদায় করেন। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং প্ল্যান্ট ও গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকার রেনেটা লিমিটেড কারখানার বর্জ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, বর্জ্যদূষণ গ্রহণযোগ্য মাত্রাবহির্ভূত পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান রয়েছে।

পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে বোরাক ওয়াশিং প্ল্যান্টকে ৩ লাখ ৬৯ হাজার ১২০ টাকা এবং রেনেটা লিমিটেডকে ১০ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়।