এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর
টঙ্গীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘সন্ত্রাসী’ দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ।
বুধবার মধ্যরাতে তিস্তার গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী থানার এসআই মো. শাহজাহান সিরাজ।
গুলিবিদ্ধ জুয়েল ওরফে বাঘা জুয়েলকে (২৯) পুলিশ হেফাজতে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক মো. তানজীর আনোয়ার জানান, বাঘার দুই পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব ট্রমা অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এসআই শাহজাহান বলছেন, মরকুন রেললাইন এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন এমন খবর পেয়ে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযানে যায়।
“পুলিশের দিকে সন্ত্রাসীরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি করেন। বাঘা দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়লেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি।”
পুলিশ বাঘার কাছ থেকে তিন রাউন্ড গুলিভরা একটি রিভলবার উদ্ধার করেছেন বলে এসআই জানান।
তিনি বলেন, গোলাগুলির সময় আত্মরক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে গেলে এসআই সুমন ভক্ত ও এএসআই বিপ্লব হাতে আঘাত পান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।