টঙ্গী, গাজীপুর
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-টঙ্গী রেললাইনে টঙ্গীর বৌবাজার এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরণে ফিরোজা রংয়ের জিন্স প্যান্ট ও বেগুনি রংয়ের টি-শার্ট ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহতের কানে একটি হেডফোন পাওয়া গেছে।