সোমবার, ১ আগস্ট, ২০১৬

শোক দিবস নিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা : সেতুমন্ত্রী



এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

সোমবার দুপুরে কালীগঞ্জের আব্দুল্লাহপুর- তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এ সব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করে আরো বলেন, ‘কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে রয়েছেন। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোনো কর্মকান্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’  

সড়কটি নির্মাণের ফলে আব্দুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা আরো সুনিশ্চিত হয়েছে। বাস র‌্যাপিট ট্রান্সজিট চালু হলে বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১২ কিলোমিটার এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।
সংশ্লিষ্ট লিংকঃ