মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে এলাকাবাসীর অগ্নিসংযোগ


নিহতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন দিয়েছেন
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের মৌচাক এলাকার দোকানপাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করেছেন।

সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকার দোকানপাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে  ।

নিহত সালেক মিয়া (৪০) কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে।

ওসি সাংবাদিকদের জানান, ওষুধ বিক্রেতা সালেক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। দোকানপাড়া এলাকায় গাজীপুরমুখী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালেকের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে ঘাতক বাসটিতে অগ্নিসংযোগসহ আরো বেশ কিছু যানবাহন ভাংচুর করেন বলে ওসি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট লিংকঃ