কালিয়াকৈর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কালিয়াকৈর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

গাজীপুরে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হিড়িক

ফাইল ফটো

এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু এবং জেল-জরিমানা করার ঘোষণায় গ্রাহকরা স্বেচ্ছায় এ কাজ করছেন।

বৃহস্পতিবার তিতাস গ্যাস কোম্পানির গাজীপুরের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় কালিয়াকৈরের আন্ধারমানিক এলাকায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ খুলে নেন গ্রাহকরা।

এ ছাড়া জেলার বোর্ডবাজার, গাছা, হাড়িনালসহ বিভিন্ন এলাকার স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর পাওয়া গেছে।

গাজীপুর জেলার বিভিন্ন স্থানের লোকজন গত ক’বছর ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্থাপিত গ্যাসলাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে তিতাস কর্তৃপক্ষ সম্প্রতি মাইকিং করে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। অন্যথায় জেল-জরিমানা করার ঘোষণা দিলে লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেন।

তিতাস গ্যাসের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য হেড অফিস থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমরা এলাকায় মাইকিং করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে যোগাযোগ করেন। পরে আন্ধারমানিক এলাকার তিনটি পয়েন্টে প্রায় এক হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, আমাদের ঘোষণা ছিল সাঁড়াশি অভিযান চালাব। গ্যাস আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে। যারা যারা অবৈধ সংযোগ বসিয়েছেন নিজ দায়িত্বে লাইনগুলো ফেরত দিয়ে দেন।

তিনি জানান, আমাদের পরিচালিত মোবাইল কোর্টের অভিযানের সময় অবৈধ সংযোগ ধরা পড়লে অন দ্য স্পটে সাজা দেওয়া হবে। আর যদি কেউ স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জমা দিয়ে দেয় তবে তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়া হবে না।

শনিবার, ২০ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডে অগ্নিকাণ্ড
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈর উপজেলায় চন্দ্রার পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে আগুন লাগার ১৬ ঘণ্টার বেশি সময় পর শনিবার বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কারখানার শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হন।

চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় গত শুক্রবার রাত একটার দিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরির কারখানাটিতে আগুন লাগে। এর মালিক মণ্ডল গ্রুপ। আগুনে কাপড়, সুতা, যন্ত্রপাতি পুড়ে গেছে। কারখানার ছয়তলা ভবনের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। ওই কারখানাসহ পাশের আয়মন টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়।

কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, কারখানার তৃতীয় তলার সুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চতুর্থ তলায় কাটিং সেকশনে তা ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার সুতা, তৈরি পোশাক, প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের সময় কারখানার নিচতলায় আয়রন সেকশনের কিছু শ্রমিক কাজ করছিলেন। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন,  আগুন লাগার বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকেরা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এর মধ্যে আগুন চতুর্থ তলায় কাটিং সেকশনে ছড়িয়ে পড়ে। তীব্রতা বাড়ায় রাতেই ঢাকা প্রধান কার্যালয়সহ জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুরের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, শনিবার বিকেলের দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কালিয়াকৈর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল, মির্জাপুর স্টেশনের ফায়ারম্যান নাসির উদ্দিন, ওই কারখানার শ্রমিক ওমর ফারুকসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্র ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার সোয়াইব আহমেদ ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।


তদন্ত কমিটি

এদিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ড তদন্তে জেলা প্রশাসন  একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জেলা প্রশাসক এসএম আলম জানান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে শনিবার দুপুরে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া উপ-পরিচালক মো. জহিরুল আমিন মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বুধবার ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন মোবাইল কোর্ট। এ সময় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সাত - আট মাস আগে কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়। অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাভার এলাকার এক দালাল। এসব রেস্তোরাঁয় দুই ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। প্রতিটি রেস্তোরাঁয় চার থেকে ছয়টি গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস-সংকটে পড়েছেন এলাকার বৈধ গ্রাহকেরা।

বুধবার দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান মোবাইল কোর্ট। কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সুরুজ আলম, ডেপুটি ম্যানেজার সফিউদ্দিন আহমেদসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় সোহাগ হোটেল, মালয়েশিয়া হোটেল, তাজমহল হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার, তাপস মিষ্টান্ন ভান্ডার, আদি ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি হোটেল, নিউ স্টার রেস্টুরেন্ট, মুক্তা হোটেলসহ ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মালয়েশিয়া হোটেলের ম্যানেজার সোহাগ মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে ২০০ ফুট পাইপ, ১০টি রাইজার ও ২৫টি চুলা জব্দ করা হয়।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, অবৈধ সংযোগকারীদের আইনের আওতায় আনতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরে গৃহবধূ খুন, স্বামী-সতিন গ্রেপ্তার


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের পূর্ব বড়ইছুটি এলাকায় রহিমা বেগম (২৫) নামে এক গৃহবধ‍ূকে দা দিয়ে জবাই করে খুনের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে। 

শনিবার রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুট এলাকার মিজানের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেঘরচুরি এলাকার হযরত আলীর দ্বিতীয় স্ত্রী। 

কালিয়াকৈর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুটি এলাকায় মিজানের বাড়িতে হযরত আলী তার দুই স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। রবিবার সকালে ওই বাড়ির অন্য লোকজন কালিয়াকৈর থানায় খুনের ঘটনার খবর দেন। 

সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে এলাকাবাসীর অগ্নিসংযোগ

নিহতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন দিয়েছেন
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের মৌচাক এলাকার দোকানপাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করেছেন।

সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকার দোকানপাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে  ।

নিহত সালেক মিয়া (৪০) কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে।

ওসি সাংবাদিকদের জানান, ওষুধ বিক্রেতা সালেক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। দোকানপাড়া এলাকায় গাজীপুরমুখী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালেকের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে ঘাতক বাসটিতে অগ্নিসংযোগসহ আরো বেশ কিছু যানবাহন ভাংচুর করেন বলে ওসি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

চন্দ্রায় সড়কের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছেন কালিয়াকৈর থানার পুলিশ। দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রার পশ্চিমপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করেন পুলিশ। পুলিশ ধারণা করছেন, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তাঁর পরনে আকাশি রঙের সালোয়ার, আকাশি-গোলাপি রঙের কামিজ এবং কামিজের ওপর আকাশি রঙের শার্ট ও সাদা ওড়না ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রার পশ্চিমপাড়া হাজীবাড়ি সংলগ্ন কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গত রাতে এক তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ধারণা করছেন, ওই তরুণীকে অন্য কোথাও দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর লাশটি এখানে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। তাঁর গলায় ওড়না প্যাঁচানো এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

কালিয়াকৈরে ফল ও বৃক্ষমেলা শুরু


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

‘অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ স্লোগান নিয়ে কালিয়াকৈরে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

রোববার কালিয়াকৈর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এর উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাষিদের মাঝে বিনা মূল্যে ফল ও গাছের চারা বিতরণ করেন। পরে তিনি এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। 

মন্ত্রী গতকাল কালিয়াকৈর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন, হলরুম, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধন করেন। 

এ সময় ইউএনও ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে ফাঁসির আদেশ


এবিসি নিউজ
গাজীপুর

কালিয়াকৈরে আপন বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুর জেলা জজ আদালত। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছোট ভাইয়ের নাম মো. রায়হান উদ্দিন (২৫)। রায়হান উদ্দিন কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে। 

গাজীপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, পারিবারিক বিষয় নিয়ে রায়হান ও তার বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে সঙ্ঘাত ছিল। ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর ২টার দিকে রায়হান তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে জহিরুলকে অজ্ঞান অবস্থায় টেনে হিঁচড়ে বাড়ির কাঁচা টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেন। পরে জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামা শ্বশুরবাড়ি থেকে ফিরে ওই টয়লেটের কাছে রায়হানকে দেখতে পান। এক পর্যায়ে গোয়ালঘরে রক্ত ও সেখান থেকে টয়লেট পর্যন্ত রক্তের দাগ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকেন। এ সময় রায়হান পালিয়ে যায়।

স্থানীয় লোকজন এসে টয়লেটের ম্যানহোল খোলে জহিরুলকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

১০জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামি রায়হান দোষী সাব্যস্থ হওয়ায় আজ গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে এ রায় প্রদান করেন। 

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

সফিপুরে জমি দখল নিয়ে দুইপক্ষ মুখোমুখি : পুলিশ মোতায়েন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের সফিপুরে জমি দখলকে কেন্দ্র করে অপ্রীতিকার ঘটনা ঘটেছে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দখল থেকে সামছুল আলম খান লোকজন নিয়ে তার জমি মুক্ত করতে যান। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে জমির দাবিদারদের ওপর হামলা করলে তারা পিছু হটেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওই কারখানার ম্যানেজার শাহ-আলম সাংবাদিকদের বলেছেন ভিন্ন কথা। শাহ-আলম দাবি করেন - শনিবার সকাল ৯টার দিকে ৫০/৬০জনের একদল দূর্বৃত্ত সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে  প্রবেশ করেন এবং কারখানাস্থ ষ্টাফ কোয়ার্টারে হামলা চালান। দূর্বৃত্তরা এসময় ষ্টাফ কোয়ার্টারের ভেতর ঢুকে চেয়ার-টেবিল, জানালার গ্লাস, সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, জনৈক সামছুল আলম খানের সঙ্গে জমি নিয়ে ইবনে সিনা কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। তারই জের ধরে আজ সকালে সামছুল আলম জমি দখল করতে গেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

সফিপুরে মালেক স্পিনিং মিলস লিমিটেডে অগ্নিকাণ্ড


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

সফিপুরে সূতা তৈরির একটি করাখানায় আগুন লেগে যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। 

শুত্রবার দুপুর ২টার দিকে কালিয়াকৈর সফিপুরে মালেক স্পিনিং মিলস লি. এ অগ্নিকাণ্ড হয় বলে কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা কারখানার একতলা টিন শেড ভবনে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”

“আগুনে কারখানার মেশিন ও অন্যান্য মালামালসহ মজুদ করা তুলাও পুড়ে গেছে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি বলে জানান অপূর্ব।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আনসার কর্মকর্তাদের ১৫ মাসব্যাপি প্রশিক্ষণ শুরু



এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের সফিপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৪ তম বিসিএস আনসার কর্মকর্তাদের ১৫ মাস মেয়াদী ‘Basic Training and 4th batch of master’s in Human security program’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একাডেমির অফিসার্স মেস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদদ্বোধন করেন।

আনসার ভিডিপি একাডেমি’র উপ-মহাপরিচালক একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং আনসার ও ভিডিপি বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমি’র উপ-মহাপরিচালক (একাডেমি) ড. ফোরকান উদ্দিন আহমদ। প্রশিক্ষণে ২৩ জন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও জাতির  উন্নয়নে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠভাবে পালন করার আহবান জানান।

সোমবার, ১১ জুলাই, ২০১৬

কালিয়াকৈরে শিশু খুন


স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে দাম্পত্য কলহের জের ধরে আড়াই মাসের শিশু সন্তানকে হত্যা করেছে নিষ্করুণ বাবা। পুলিশ নিহতের বাবাকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের মা খাদিজা বেগম। নিহত শিশুর নাম আরাফাত হোসেন ওরফে সানি। সে ময়মনসিংহের ত্রিশাল থানার ত্রিশাল উজানগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের (২৮) ছেলে।

পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার হবি উল্লাহর বাড়িতে স্ত্রী খাদিজা বেগম ও আড়াই মাস বয়সের একমাত্র সন্তান আরাফাত হোসেনকে নিয়ে ভাড়ায় থেকে জাহাঙ্গীর আলম (২৮) এলাকায় টমটম (নছিমন) গাড়ি চালাত। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার রাত ২টার দিকে ছেলেকে দুধ খাইয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে জেগে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পায় খাদিজা। এ সময় নিহত শিশুর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। খুনের এ ঘটনা নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা নিহতের বাবা ও মাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘাতক জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে।

শনিবার, ৯ জুলাই, ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজের মান নিয়ে সেতুমন্ত্রীর অসন্তোষ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

স্টাফ রিপোর্টার

সড়কপথে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শৃঙ্খলা না থাকলে রাস্তা চার লেন কিংবা আট লেন করলেও কোনো লাভ হবে না।

আজ শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ অসন্তোষের কথা জানান ওবায়দুল কাদের।
সড়কপথে শৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তায় শৃঙ্খলাটা বজায় রাখতে হবে। রাস্তা ফোর লেন (চার লেন) করলাম, এইট লেন (আট লেন) করলাম, কোনো লাভ হবে না।  রাস্তা যদি দখল হয়ে থাকে, রাস্তায় যারা চলে, তারা যদি রাস্তার শৃঙ্খলা না মেনে চলে, তাহলে ফোর লেন করে কী হবে? এইট লেন করে কী হবে?’

 ‘আর রাস্তার কাজের মান নিয়েও আমি খুশি নই। রাস্তা হচ্ছে। দুই বছর আগে এই যে নবীনগর-চন্দ্রা কাজ শেষে হয়েছে। এখন সেখানেও একটু বৃষ্টি হলে গর্ত। অনেক গর্ত। মেরামত করতে বলেছি। মেরামত কাজ এখনো শেষ হয় নাই। ঈদের দিন ছয় ঘণ্টা ছুটি দিয়েছি। তারপর আর…। আমি গেলেই আমার সামনে একটা গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটি, কর্ণফুলী টানেল, ফোর লেন, এইট লেন, সবই করা যাবে। কিন্তু রাস্তায় যদি শৃঙ্খলা, পরিবহনের এবং রাস্তায় যদি শৃঙ্খলা ফিরে না আসে এবং এটার জন্য আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি এবং মানসিকতার পরিবর্তন না করি তাহলে কোনো লাভ নেই এসব ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলো কোনো কাজে আসবে না।’

সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার (এসপি) সফিকুর রহমান প্রমুখ।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

কালিয়াকৈরের হাইটেক পার্কে হচ্ছে রেলস্টেশন


স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে ২৩২ একর জুরে গড়ে উঠছে তথ্যপ্রযুক্তিনির্ভর বঙ্গবন্ধু হাইটেক সিটি। এ পার্কের মাঝ দিয়ে চলে গেছে দেশের উত্তরাঞ্চলে যাওয়ার রেলপথ। পার্কের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে পার্কের সামনে তৈরি করা হচ্ছে সর্বাধুনিক রেলস্টেশন। স্টেশন থেকে ঢাকা পর্যন্ত চলবে ডেমু ট্রেন।

হাইটেক সিটি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ২৩২ একর জমিতে পার্কের কাজ চলছে। ইতমধ্যে পার্কের প্রশাসনিক ভবনসহ বেশ কয়েকটি ভবন, রাস্তাঘাটসহ অবকাঠামোগত কাজ হয়েছে। এবং চলমান।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাইটেক পার্কের সামনে রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। ৪৮ কোটি ৫৯ লাখ ব্যয়ে স্টেশনের নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে। গত ২৩ মে রেলমন্ত্রী মুজিবুল হক পার্ক এলাকায় ওই স্টেশনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এখানে আধুনিক রেললাইন, স্টেশন বিল্ডিং, আধুনিক সিগন্যালিং সিস্টেম নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণকাজ শেষ হলে ঢাকা থেকে হাইটেক পার্ক পর্যন্ত ডেমু ট্রেন চালু করা হবে।

দেশের সর্ববৃহৎ এ হাইটেক সিটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। সিটির ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করা হয়েছে। ১ নম্বর ব্লকে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউস, স্কুল-কলেজ, ব্যাংক, শপিং মল, ২ নম্বর ব্লকে আবাসিক, ৩ নম্বর ব্লকে শিল্প এলাকা, কনভেনশন সেন্টার ও হোটেল, ৪ নম্বর ব্লকে শিল্প এলাকা, হেলিপ্যাড এবং ৫ নম্বর ব্লকে শিল্প এলাকা ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। আগামী ১০ বছরে এ হাইটেক পার্কে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। জনপ্রশাসনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজের দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মান বাড়ানোর জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টারের প্রয়োজনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্প্রতি এক মতবিনিময় সভায় বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে কালিয়াকৈর হাইটেক পার্কে মানুষের সমাগম অনেক বাড়বে। 

শনিবার, ২ জুলাই, ২০১৬

গোপন বৈঠক থেকে ৫ শিবির কর্মী আটক


স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে বিশ্বাসপাড়ায় এক বাড়ি থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসাম সজিব (২১), একই এলাকার মঞ্জুরুল হকের ছেলে মোস্তফা আহামেদ (৫২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাময়ী গ্রামের মুন্সি রোকন উদ্দিনের ছেলে আমানত হোসেন (২৪), নোয়াখালীর হাতিয়া সদর এলাকার নুরুল আলমের ছেলে তৌফিক উদ্দিন (২৫) ও উপজেলার কালামপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা কামাল (৪০)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, জামায়াত-শিবিরের পাঁচকর্মী শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় মোজাহিদুল ইসাম সজিবের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার হচ্ছে গাছ : বন কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ


স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি চক্র চুরি করে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ চক্রের সঙ্গে রঘুনাথপুর বিটের অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বন বিভাগ সূত্র জানায়, কালিয়াকৈরে প্রায় সাড়ে ২১ হাজার একরের বেশি বন রয়েছে। এসব বনকে কালিয়াকৈর ও কাচিঘাটা দুটি রেঞ্জে ভাগ করা হয়েছে। দুটি রেঞ্জের আওতায় রয়েছে বোয়ালী, রঘুনাথপুর, খলশাজানি, জাথালিয়া, গোবিন্দাপুর, চন্দ্রা, মৌচাক, বাড়ইপাড়া, কাশিমপুর, সাভার নামের ১০ বিট অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকটি প্রভাবশালী চক্র সন্ধ্যা ঘনালেই বনে ঢুকে রাতভর গজারিসহ নানা প্রজাতির গাছ কাটে। প্রমাণ ঢাকতে অনেক সময় গাছ কাটার পর গোড়া তুলে ফেলা হয় কিংবা পুড়িয়ে ফেলা হয়।কখনো অন্য জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে এনে ট্রাকে ভরে উল্লিখিত সংরক্ষিত বনাঞ্চলে রেখে দেওয়া হচ্ছে। সুযোগ বুঝে কালিয়াকৈর-ফুলবাড়িয়া ও মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাচার করা হয় এসব গাছ। এর মধ্যে মৌচাক-ফুলবাড়িয়া সড়ক দিয়ে বেশি পাচার হওয়ার অভিযোগ রয়েছে।এখান থেকে সুবিধা নেওয়ার জন্য কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটের বন কর্মকর্তারা তাঁদের কার্যালয়ের ১০ গজ দূরে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের পাশে একটি ছাপরা ঘর দিয়েছেন। সেখানে একটি তল্লাশিচৌকি বসিয়ে ‘সোনাতলা ক্যাম্প’ নামের সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় লোকজন এটাকে ‘চেকপোস্ট’ নামে চেনেন।

কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, কালিয়াকৈরে বন বিভাগের একটি চেকপোস্ট আছে। সেটি চন্দ্রা এলাকায়। আর কোনো চেকপোস্ট নেই। হয়তো পাহারা দেওয়ার জন্য ওই ছাপরা তোলা হয়েছে। তবে গাছ পাচারের বিষয়টি তাঁর জানা নেই।

ব্যবসায়ী সোলাইমান হোসেন ও ট্রাকচালক নুর ইসলাম বলেন, ওই ক্যাম্পে বসে বন প্রহরীরা সারা দিন লাকড়িসহ বিভিন্ন কাঠ বোঝাই ট্রাক, পিকআপ-ভ্যান, টেম্পো, নছিমন-করিমন ও রিকশা-ভ্যান থেকে ৫০-১০০ টাকা করে নিচ্ছেন। এমনকি ক্যাম্পে কেউ না থাকলেও গাড়ি দাঁড় করিয়ে রেখে অফিসে গিয়ে টাকা দিতে হচ্ছে। এই সড়ক দিয়ে প্রায় প্রতি রাতেই গজারিগাছ পাচার হচ্ছে। অফিসে জানালেও লাভ হচ্ছে না। রাতভর গজারিসহ বিভিন্ন চোরাই কাঠভর্তি ট্রাক আসে, তাঁরা সংকেত দিয়ে থামান, টাকা নিয়ে ছেড়েও দেন। টাকা না দিলে মালসহ ট্রাক জব্দ এবং মামলাও করা হয়।

এলাকাবাসী বলেন, রঘুনাথপুর বিট অফিসের অধীনে বনের জমিতে টাকা না দিয়ে স্থাপনা নির্মাণ করা হলে সেটি ভেঙে দেওয়া হয়, মামলাও করা হয়। তবে টাকা দিলেই অবৈধ স্থাপনা বৈধ হয়ে যায়। ফলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। প্রতিনিয়ত মানুষের অত্যাচারে বন্য প্রাণীরা লোকালয়ে চলে যাচ্ছে। এতে বনে-পাহাড়ে বিপর্যয় ঘটছে। বন বিভাগ না চাইলে কখনোই গাছ পাচার বন্ধ করা সম্ভব নয়।

রঘুনাথপুর বিটের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা।’

সোনাতলা এলাকার দিনমজুর কাজল মিয়া ও আবদুল খালেক বলেন, ‘বাড়িতে ঘর নেই, তালপাতার ছাউনির একটি ঘর করেছিলাম। টাকা দিতে পারিনি বলে ঘর ভেঙে দিয়েছে। ঘর তোলার দায়ে গাছ কাটার মামলা দেওয়া হয়েছে। এখন ওই মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে।’

বুধবার, ২৯ জুন, ২০১৬

কালিয়াকৈরে সাংবাদিককে মারধরের অভিযোগ বনকর্মীর বিরুদ্ধে


স্টাফ রিপোর্টার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় বুধবার সকালে হামলার শিকার হন ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাগর আহমেদ।
এ ঘটনায় সাগর কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে। আটক আব্দুল আজিজ (৪৫) কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার সদর আলীর ছেলে।
সাগর সাংবাদিকদের বলেন, খাড়াজোড়া এলাকায় বনবিভাগের একটি চেকপোস্ট রয়েছে। সকালে ওই চেকপোস্টে ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল।
ওই পথে মোটরসাইকেল নিয়ে তিনি চন্দ্রা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। চাঁদাবাজির হচ্ছে দেখে ছবি তুলতে থাকেন বলে জানান সাগর।“ওই সময় ওই চেকপোস্টের গার্ড মো. রফিক, আবুল বাশার ও দালাল আব্দুল আজিজ আমাকে জোড়পূর্বক ধরে তাদের ঘরে নিয়ে মারধর করে এবং ল্যাপটপ, ক্যামেরা ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।”
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিক ও পুলিশকে বিষয়টি জানালে সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দালাল আব্দুল আজিজকে আটক করে  বলে সাগর জানান। তবে ছিনিয়ে নেওয়া ল্যাপটপ, ক্যামেরা ও টাকা-পয়সা উদ্ধার হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে চন্দ্রা বিট কর্মকর্তা আকরাম হোসেন বলেন, তিনি জরুরি কাজে গাজীপুর কোর্টে গিয়েছিলেন। তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে সাংবাদিক সাগর আহমেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

টেস্ট পোস্ট

প্রচ্ছদ কাপাশিয়া কালিগঞ্জ কালিয়াকৈর জয়দেবপুর টঙ্গী শ্রীপুর সবিশেষ