সোমবার, ২৫ জুলাই, ২০১৬

চন্দ্রায় সড়কের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার



এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছেন কালিয়াকৈর থানার পুলিশ। দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রার পশ্চিমপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করেন পুলিশ। পুলিশ ধারণা করছেন, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তাঁর পরনে আকাশি রঙের সালোয়ার, আকাশি-গোলাপি রঙের কামিজ এবং কামিজের ওপর আকাশি রঙের শার্ট ও সাদা ওড়না ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রার পশ্চিমপাড়া হাজীবাড়ি সংলগ্ন কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গত রাতে এক তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ধারণা করছেন, ওই তরুণীকে অন্য কোথাও দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর লাশটি এখানে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। তাঁর গলায় ওড়না প্যাঁচানো এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট লিংকঃ