সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পরিবেশ দূষণের দায়ে দুটি পোশাক কারখানাকে জরিমানা




এবিসি নিউজ
গাজীপুর

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুটি পোশাক কারখানাকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড.মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার এই জরিমানা আদায় করেন। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং প্ল্যান্ট ও গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকার রেনেটা লিমিটেড কারখানার বর্জ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, বর্জ্যদূষণ গ্রহণযোগ্য মাত্রাবহির্ভূত পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান রয়েছে।

পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে বোরাক ওয়াশিং প্ল্যান্টকে ৩ লাখ ৬৯ হাজার ১২০ টাকা এবং রেনেটা লিমিটেডকে ১০ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট লিংকঃ