
এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ পাঁচজনকে আটকের দাবি করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার ভোর ৫টার দিকে র্যাব-১-এর পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় জানানো হয়, গাজীপুরের টঙ্গী ও ছয়দনা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
খুদেবার্তায় আরো জানানো হয়, আজ সকালে এক সংবাদ সম্মেলনে আটক পাঁচজনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।