
এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর
শ্রীপুরে স্যুটকেসের ভেতরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে তার নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করেন পুলিশ। শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর খালিয়াটিপাড়ার একটি বনের পাশে স্যুটকেসটি পড়েছিল। লাশের দুই পা স্যুটকেস থেকে বের করা ছিল।
এসআই সাইফুল জানান, এলাকাবাসী সন্ধ্যায় স্যুটকেসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মৃতদেহসহ স্যুটকেসটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অন্তত তিনদিন আগে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।