চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

পলাশ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, অন্তত ২৪ জন আহত


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায়  নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে । পলাশ পরিবহনের একটি বাস নবীনগর থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। চক্রবর্তী এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসের সব যাত্রী কমবেশি আহত হন।

তিনি অারও জানান, স্থানীয়রা অন্তত ২৪ জনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে ।