জাতীয় বিশ্ববিদ্যালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় বিশ্ববিদ্যালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ জুলাই, ২০১৬

আন্দোলনের চাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ দিনের মধ্যে বিপিএড পরীক্ষা

বিপিএড পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
এবিসি নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে আগামী ২০ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের সামনে আজ বুধবার সকাল ১০টা থেকে বিপিএড শিক্ষার্থীদের আয়োজনে দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

সারা দেশের ৬টি সরকারি ও ৩০টি বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপিএড পরীক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য দেন অরুপ কুমার বৈদ্য, আহসান হাবীব, সাইফুল্লাহ সায়ীফ প্রমুখ। বক্তারা বলেন, প্রায় এক বছর আগে বিপিএড পরীক্ষার ফরম পূরণ করা হলেও আজ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। তাই অবিলম্বে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে হবে। 

পরে আন্দোলনকারীদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসেন। আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শাহ আলম ঢালী বিক্ষোভকারীদের সমাবেশে গিয়ে ২০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের কথা জানান। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানান।

এ ঘোষণার পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ কাল


এবিসি নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এল.এল.বি প্রথম পর্ব/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার্স অব বিজনেস্ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল  মার্চেন্ডাইজিং কোর্সসমূহের মেধা তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত ফল বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে (nu<space>atpm<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা http://admissions.nu.edu.bd/ থেকে ফল পাওয়া যাবে।

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর


এবিসি নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তিতে ওয়েবসাইট ( www.nu.edu.bd/admissions )-এ জানানো হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন ২০ জুলাই থেকে ২১ আগস্ট


এবিসি নিউজি
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালে ডিগ্রি (পাস) বিএ/বিএসএস/বিবিএস প্রাইভেট/সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন আগামী ২০ জুলাই শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। 

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/degree-passe অথবা www.nu.edu.bd থেকে জানা যাবে।
  
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ

প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু
এবিসি নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে বৃহস্পতিবার যোগদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দান করেন। এর আগে প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।

তিনি জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কিয়োসু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিষয়ে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

তিনি চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ব্রুনো থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে  এমএসসি ডিগ্রি অর্জন করেন। ইতোপূর্বে তিনি দীর্ঘদিন জনতা ব্যাংক লিমিটেড-এ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে সিনিয়র আইটি কনসালটেন্ট এবং জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

এ ছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টে বিশ্বব্যাংকের তথ্যপ্রযুক্তি পরামর্শক হিসেবে জুডিসিয়াল রির্ফম প্রজেক্টে কর্মরত ছিলেন। প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর দেশ-বিদেশের আন্তর্জাতিক জার্নালে অনেক প্রকাশনা ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

যোগদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।