বুধবার, ১৩ জুলাই, ২০১৬

গাজীপুর বারে বোমা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জেএমবি সদস্যের আপিল শুনানি শুরু


গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার পরের দৃশ্য - ফাইল ফটো
এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে ১১ বছর আগে জঙ্গি বোমা হামলায় চার আইনজীবী ও চার বিচারপ্রার্থী নিহতের মামলায় ১০ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল ও জেল আপিলের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এই শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান জানান, পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন শুরু হয়েছে।চলতি বছর ৫ মে এই মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। সেই অনুযায়ী বুধবার পেপার বুক পড়া শুরু করে রাষ্ট্রপক্ষ।এই মামলায় ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জঙ্গি হলেন এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনসি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি।

এদের মধ্যে ৪ জন জেএমবি সদস্য হাইকোর্টে আপিল করেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪ আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ মোট আটজন নিহত হন। হামলাকারী আসাদ ওরফে জিয়া নিজেও নিহত হন।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। 
সংশ্লিষ্ট লিংকঃ