বুধবার, ১৩ জুলাই, ২০১৬

কাশিমপুর কারাগারে শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার মৃত্যু



এবিসি নিউজ
কাশিমপুর, গাজীপুর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশা ওরফে পাশা (৪৫) মৃত্যু বরণ করেছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে তার দেহত্যাগ হয়। কামাল পাশা টাঙ্গাইলের কালিহাতী থানার ঝাপড়াজান এলাকার লিয়াকত আলীর ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা ওরফে পাশা আজ সকালে হঠাৎ কারাভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হলেও পরে সেখান থেকে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ২০০২ সালে গ্রেপ্তারের পর ২০০৫ সালের ২৬ আগস্ট পাশাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও রমনা থানার দুটি পৃথক হত্যা মামলা এবং তেজগাঁও থানার একটি অস্ত্র মামলায় আদালত তাঁকে ৯০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানার একটি ও তেজগাঁও থানার দুটি মামলা বিচারাধীন ছিল।
সংশ্লিষ্ট লিংকঃ