শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বড়বাড়িতে বাস চাপায় যুবক নিহত



এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় আল-মামুন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন ময়মনসিংহের গৌরীপুর থানার রামগোপালপুর এলাকার তারা মিয়ার ছেলে। 

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নান্নু মিয়া জানান, বড়বাড়ি এলাকায় আল-মামুন ঈদে তার এক স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন এবং ওই ঘাতক বাসটি আটক করেন।
সংশ্লিষ্ট লিংকঃ