শনিবার, ১৬ জুলাই, ২০১৬

মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


বক্তব্য দিচ্ছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি শনিবার দুপুরে গাজীপুরে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামি ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে জয়দেবপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান। 

আরও বক্তব্য দেন - গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুজ্জামান, নূরুল আমিন, মাওলানা সামসুল হক, মাওলানা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট লিংকঃ