শনিবার, ২ জুলাই, ২০১৬

গোপন বৈঠক থেকে ৫ শিবির কর্মী আটক



স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে বিশ্বাসপাড়ায় এক বাড়ি থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসাম সজিব (২১), একই এলাকার মঞ্জুরুল হকের ছেলে মোস্তফা আহামেদ (৫২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাময়ী গ্রামের মুন্সি রোকন উদ্দিনের ছেলে আমানত হোসেন (২৪), নোয়াখালীর হাতিয়া সদর এলাকার নুরুল আলমের ছেলে তৌফিক উদ্দিন (২৫) ও উপজেলার কালামপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা কামাল (৪০)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, জামায়াত-শিবিরের পাঁচকর্মী শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় মোজাহিদুল ইসাম সজিবের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট লিংকঃ