কালিয়াকৈরে দাম্পত্য কলহের জের ধরে আড়াই মাসের শিশু সন্তানকে হত্যা করেছে নিষ্করুণ বাবা। পুলিশ নিহতের বাবাকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের মা খাদিজা বেগম। নিহত শিশুর নাম আরাফাত হোসেন ওরফে সানি। সে ময়মনসিংহের ত্রিশাল থানার ত্রিশাল উজানগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের (২৮) ছেলে।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার হবি উল্লাহর বাড়িতে স্ত্রী খাদিজা বেগম ও আড়াই মাস বয়সের একমাত্র সন্তান আরাফাত হোসেনকে নিয়ে ভাড়ায় থেকে জাহাঙ্গীর আলম (২৮) এলাকায় টমটম (নছিমন) গাড়ি চালাত। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার রাত ২টার দিকে ছেলেকে দুধ খাইয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে জেগে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পায় খাদিজা। এ সময় নিহত শিশুর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। খুনের এ ঘটনা নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা নিহতের বাবা ও মাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘাতক জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে।