স্টাফ রিপোর্টার
কম্পিউটার কিনে না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে এক যুবক সোমবার আত্মহত্যা করেছেন। তার নাম মাসুদ রানা (২০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার এসআই মোঃ জামাল মিয়া নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকার খাস জমিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করেন স্থানীয় পোড়াবাড়ি বাজারের চা বিক্রেতা ইসমাইল হোসেন। তার ছেলে মাসুদ রানা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।
গত কিছুদিন ধরে কম্পিউটার কেনার জন্য মাসুদ তার বাবার কাছে ৩০ হাজার টাকা দাবী করে আসছিলেন। কিন্তু দরিদ্র বাবা ওই দাবী পূরণে ব্যার্থ হলে মাসুদ ক্ষুব্ধ হন। একপর্যায়ে বাবার সঙ্গে অভিমান করে মাসুদ সোমবার তাদের ঘরের আড়ের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার এসআই মোঃ জামাল মিয়া নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকার খাস জমিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করেন স্থানীয় পোড়াবাড়ি বাজারের চা বিক্রেতা ইসমাইল হোসেন। তার ছেলে মাসুদ রানা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।
গত কিছুদিন ধরে কম্পিউটার কেনার জন্য মাসুদ তার বাবার কাছে ৩০ হাজার টাকা দাবী করে আসছিলেন। কিন্তু দরিদ্র বাবা ওই দাবী পূরণে ব্যার্থ হলে মাসুদ ক্ষুব্ধ হন। একপর্যায়ে বাবার সঙ্গে অভিমান করে মাসুদ সোমবার তাদের ঘরের আড়ের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।