মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিচ্ছে : চুমকি



এবিসি নউজ
কালীগঞ্জ, গাজীপুর

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি-জামায়াত বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তারা জঙ্গিদের মদদ দিচ্ছেন। তিনি আজ বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যারা তৃণমূল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত করতে জানে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধের ক্ষমতা রাখেন। বিগত দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড়, বড় সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে দেশে চলমান জঙ্গীবাদের নিরসনও হবে তার নেতৃত্বেই।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম তোরন, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান, জাসদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন পটু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আবু-জাফর রিপন প্রমুখ।
সংশ্লিষ্ট লিংকঃ