মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার



এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জের পিঁপড়াশুর গ্রামে প্রিন্স গমেজ (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পিঁপড়াশুর গ্রামে গাছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা প্রিন্স আত্মহত্যা করেছেন।

নিহত প্রিন্স উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় নিপীড়িত।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, আজ ভোরে পরিবারের লোকজন বাড়ির পার্শ্বের একটি গাছে প্রিন্সের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সংশ্লিষ্ট লিংকঃ