কালীগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কালীগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টের অভিযান, কিশোরীর মাকে জরিমানা


এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জের বাহাদুরসাদী গ্রামে এক কিশোরীকে (১৪) বিয়ে দেওয়ার অপরাধে তার মা রেহানা বেগমকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বাহাদুরসাদী গ্রামে কবির হোসেনের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ খবরের ভিত্তিতে সেখানে থানার পুলিশের সহযোগিতায় বিকেলে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ছেলের পক্ষের লোকজন ও মেয়ের বাবা পালিয়ে যান। এ সময় ওই বাড়ি থেকে কনে ও তার মা রেহানা বেগমকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত মোবাইল কোর্ট রেহানা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন।

‘প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না’ মর্মে মুচলেকাও দেন রেহানা। মেয়েটি উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার বলেন, বিয়ে না দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার, ২৩ জুলাই, ২০১৬

কালীগঞ্জে সাদাপোশাকধারী পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে জুয়াড়ী নিহত

অন্যদের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ



এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জের বক্তারপুর এলাকায় সাদাপোশাকধারী পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। একই ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করার পর ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সোলাইমান (৫০) কালীগঞ্জের বক্তরপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী রয়েন গ্রামের মৃত হাসিম উদ্দিন হাসুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফালাইনা মিয়ার টেকের একটি ঝোপের পাশে বসে সোলাইমান ছাড়াও এলাকার সারোয়ার হোসেন, তালু মিয়া, লিটন ও তাইজুল জুয়া খেলছিলেন। ওই সময় সাদাপোশাকে দুই-তিনজনকে সঙ্গে নিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক সেখানে অভিযান চালান। 

একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ধাওয়া করে তালু মিয়া (৫০), লিটন (৪০) ও তাইজুল ইসলামকে (৫৫) আটক করেন। তবে সারোয়ার ও সোলাইমান পাশের নাওয়ানের বিলে ঝাঁপ দেন। সারোয়ার সাঁতরে ডাঙায় উঠলেও সোলাইমান নিখোঁজ হন। ওই দিন রাত পর্যন্ত খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। শনিবার দুপুরে বিলে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লিটন ও তাইজুলের পরিবারের লোকজন সাংবাদিকদের বলেন, তিনজনকে আটক করে গাড়িতে (লেগুনা) করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন পরিদর্শক আবদুল হক। পরে কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা মোড়ে ৩০ হাজার টাকা দিয়ে তিনজনকে ছাড়িয়ে আনেন তাঁদের পরিবার।

জানতে চাইলে থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক বলেন, সোলাইমান মাছ ধরতে গিয়ে ডুবে মারা যান। আর জুয়া না খেলার শর্তে আটক ব্যক্তিদের এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দীনের ইন্তেকাল


এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দীন আজ সকালে ঢাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুইপুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজউদ্দীনের সহোদর ভাই। তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা ।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ দুপুর ১ টায় শান্তিনগরের কনকর্ড টাওয়ারে, দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৩টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং শেষ নামাজে জানাজা মরহুমের নিজ গ্রাম নোয়াপাড়ায় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জের পিঁপড়াশুর গ্রামে প্রিন্স গমেজ (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পিঁপড়াশুর গ্রামে গাছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা প্রিন্স আত্মহত্যা করেছেন।

নিহত প্রিন্স উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় নিপীড়িত।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, আজ ভোরে পরিবারের লোকজন বাড়ির পার্শ্বের একটি গাছে প্রিন্সের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিচ্ছে : চুমকি


এবিসি নউজ
কালীগঞ্জ, গাজীপুর

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি-জামায়াত বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তারা জঙ্গিদের মদদ দিচ্ছেন। তিনি আজ বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যারা তৃণমূল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত করতে জানে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধের ক্ষমতা রাখেন। বিগত দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড়, বড় সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে দেশে চলমান জঙ্গীবাদের নিরসনও হবে তার নেতৃত্বেই।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম তোরন, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান, জাসদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন পটু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আবু-জাফর রিপন প্রমুখ।