বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

কাপাসিয়ায় ককটেল গুজবে আতঙ্ক



এবিসি নিউজ
কাপাসিয়া, গাজীপুর 

কাপাসিয়া উপজেলা আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কে বা কাহারা খেলনা পটকা ফাটিয়েছে। ককটেল গুজবে কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদ হাসান জানায়, বিদ্যালয়ের বারান্দায় কে বা কারা একটি খেলনা জাতীয় পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। কোনো ক্ষয়ক্ষতি নেই।   

স্কুল পার্শ্ববর্তী আমরাইদ বাজার সাধারণ সম্পাদক সরাফত আলী মোল্লা জানান, এটা কিছুইনা। কে বা কারা বাজি ফুটেয়েছে। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা একটি তুচ্ছ ঘটনা। খেলনা জাতীয় পটকা পাওয়া গেছে।
সংশ্লিষ্ট লিংকঃ