কাপাসিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাপাসিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

গাজীপুরে জঙ্গি হামলা মোকাবেলায় তৎপর প্রশাসন


এবিসি নিউজ
গাজীপুর

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডাকযোগে জঙ্গিদের হুমকিবার্তা পাঠানোর পর বিশেষ তৎপর হয়ে উঠেছেন গাজীপুর জেলা প্রশাসন। সেই সঙ্গে জঙ্গি হামলা মোকাবেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শুক্রবার গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সম্প্রতি দেশের বিভিন্নস্থানে জঙ্গি হামলার নিন্দা জানানো হয়।

সভায় আরো জানানো হয়, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। পাশাপাশি সবাইকে নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চলাফেরা করার অনুরোধ জানানো হয়। 

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুই নম্বর হলে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)। আত্মঘাতী এ হামলায় ১৩ জন আইনজীবী, কয়েকজন সাধারণ মানুষ ও আত্মঘাতী জঙ্গি নিহত হন। এ ঘটনায় সাংবাদিকসহ অনেকে আহত হন। এ বোমা হামলার ঘটনার পর জেলার সাধারণ মানুষের মাঝে সবসময় একটা আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে দেশে জঙ্গি হামলা এবং গাজীপুরে জঙ্গিদের নতুন করে হামলার হুমকি স্থানীয়দের উদ্বিগ্ন করে তুলেছে।
  
এ ব্যাপারে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, কোনো অবস্থানেই জঙ্গিরা যেন গাজীপুরে অবস্থান নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে বিশেষ করে স্থানীয় বাড়ির মালিকদের আরো সতর্ক হতে হবে। জঙ্গি প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করার অনুরোধ জানান তিনি। 

গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন প্রশাসন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে। তিনি এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। জেলার সার্বিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জঙ্গিবিরোধী সচেতনতামূলক অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার জেলা সদরের বঙ্গতাজ অডিটরিয়ামে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, প্রশাসন সর্ব শক্তি দিয়ে জেলার মানুষকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছেন। জেলার গুরুত্বপূর্ণ সব স্থাপনা, অফিস, আদালত, জনবহুল স্থান, ট্রেন ও বাসস্টেশন, বিপণি বিতান, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডাসহ সব ধরনের উপসানালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

কাপাসিয়ায় ককটেল গুজবে আতঙ্ক


এবিসি নিউজ
কাপাসিয়া, গাজীপুর 

কাপাসিয়া উপজেলা আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কে বা কাহারা খেলনা পটকা ফাটিয়েছে। ককটেল গুজবে কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদ হাসান জানায়, বিদ্যালয়ের বারান্দায় কে বা কারা একটি খেলনা জাতীয় পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। কোনো ক্ষয়ক্ষতি নেই।   

স্কুল পার্শ্ববর্তী আমরাইদ বাজার সাধারণ সম্পাদক সরাফত আলী মোল্লা জানান, এটা কিছুইনা। কে বা কারা বাজি ফুটেয়েছে। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা একটি তুচ্ছ ঘটনা। খেলনা জাতীয় পটকা পাওয়া গেছে।

বুধবার, ১৩ জুলাই, ২০১৬

কাপাসিয়া ডিগ্রি কলেজ সরকারির দাবিতে মানববন্ধন


এবিসি নিউজ
কাপাসিয়া, গাজীপুর 

কাপাসিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অাজ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসব কর্মসূচি হয়েছে। এ সময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত অভিভাবক কলেজ মাঠে একাট্টা হন। পরে তাঁরা ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. ছানাউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৬৫ সালে ড. মুহাম্মদ শহীদুল্লাহর হাতে প্রতিষ্ঠিত কাপাসিয়া ডিগ্রি কলেজটির বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। শহীদ তাজউদ্দীন কলেজের পাশাপাশি এ কলেজটিও জাতীয়করণ করা হোক।’ 

বক্তব্য রাখেন শিক্ষক আবদুস সালাম, আলী এরশাদ হোসেন আজাদ, হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া কলেজের সাবেক ভিপি মাহবুব উদ্দিন সেলিম, ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সর্ব বিবেচনায় গাজীপুরে কোনো কলেজ সরকারি হলে এটি সবার আগে হওয়া উচিত। প্রকাশিত তালিকায় এটির নাম না থাকায় বক্তারা দুঃখ প্রকাশ করে  পুনঃতালিকায় কাপাসিয়া কলেজের নাম অন্তর্ভুক্ত করার জোড় দাবি জানান।

সূত্রমতে, সম্প্রতি সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন সরকার। এর আগে করা তালিকায় ১২৪ নম্বরে ছিল কাপাসিয়া ডিগ্রি কলেজের নাম। কিন্তু অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়ে যায় কলেজটি। উপজেলা সদরের বাইরে হাইলজোর এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজকে (সাবেক ইউনিয়ন ডিগ্রি কলেজ) বর্তমান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক তথা কাপাসিয়াবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংসের সতর্ক বার্তা দিয়ে জঙ্গি সংগঠনের চিঠি


এবিসি নিউজ
কাপাসিয়া, গাজীপুর

কাপাসিয়া উপজেলা ও কাপাসিয়া থানা ধ্বংসের সতর্ক বার্তা দিয়ে একটি চিঠি দিয়েছে ‘জঙ্গি সংগঠন কাপাসিয়া’। ডাকযোগে পাঠানো ওই চিঠি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা আনিসুর রহমানের কাছে পৌঁছে। চিঠিতে কাপাসিয়া থানার ওসিকেও হুমকির সতর্কবার্তা রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সাদা কাগজে হাতের লেখা চিঠিটা তিনি দুপুরে হাতে পেয়ে গাজীপুর জেলা শহরে চলে যান। সেখানে তিনি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানান। পরে সন্ধ্যায় তিনি জঙ্গি সংগঠনের হুমকির চিঠি সংক্রান্ত বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান এবং কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরো বলেন, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠনের নামে।

চিঠিতে বলা হয় ‘বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া, গাজীপুর। বিষয়- জঙ্গি সতর্কবার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেহ আমাদের দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্কবার্তা দিলাম। উপরের নির্দেশ দেয়া হইয়াছে আমাদের। বিনীত নিবেদেক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’


এ ব্যাপারে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জানান, ‘এ ঘটনায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, থানাসহ বিশেষ বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

বুধবার, ৮ জুলাই, ২০১৫

টেস্ট পোস্ট

প্রচ্ছদ কাপাশিয়া কালিগঞ্জ কালিয়াকৈর জয়দেবপুর টঙ্গী শ্রীপুর সবিশেষ