এবিসি নিউজ
কোনাবাড়ি, গাজীপুর
সিটি কর্পোরেশনের কোনাবাড়ির নতুনবাজার এলাকা থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ মমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাতে কাশিমপুর কারাগার রোড থেকে তাকে আটক করা হয়। আটক মমিনুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ি থানা এলাকার আলাউদ্দিনের ছেলে।
এ ব্যাপারে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হালিম মিয়া মোবাইল ফোনে জানান, সন্দেহজনকভাবে মমিনুলকে আটক করা হয়েছে।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই রফিকুল।