এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে টঙ্গীতে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদল নেতা শেখ সুমনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় সুরতরঙ্গ রোডের মাথা থেকে শুরু হয়ে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌছলে পুলিশী বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম টিপু, মামুন হাওলাদার, তানভীর আহমেদ রাজন, আবু বকর সিদ্দিক, পাপন, সবুজ, নাঈম, শুভ মিয়াজী প্রমুখ।
বিক্ষোভকারীরা তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালানো হচ্ছে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মুদ্রা পাচারের এই মামলায় জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দিয়েছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়েছে।