শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

আইইউটিতে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক জাতীয় ফেস্ট অনুষ্ঠিত



এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় জাতীয় ফেস্ট ‘মেকসেলারেশন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় লাইন ফলোয়ার রোবট কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রজেক্ট প্রেজেন্টেশন, পোষ্টার প্রেজেন্টেশন, সাধারন জ্ঞান কুইজ ও বিজনেস আইডিয়ার কম্পিটিশন হয়।

শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরান্তা আতমাজ্জা। আইইউটি’র উপাচার্য ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোব ফারমাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ডিরেক্টর সামির আল রাশিদ, আয়োজক কমিটির সভাপতি মাইনুর রহমান মাহি।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় আইইউটি, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডুয়েট, মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ব্র্যাক ইউনিভারসিটিসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকরা জানান, পণ্য বাজারজাত করণ ও ভবিষ্যত ব্যাবসায়িক ক্ষেত্রে সম্পর্কে ধারনা বিনিময় করাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্ট লিংকঃ