এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর
ইটাহাটায় লেগুনা চাপায় একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন খান জানান।
নিহত ইসমত আরা (২৫) ওই কারখানার সুয়িং অপারেটর ছিলেন। তিনি রংপুরের গঙ্গাচড়া এলাকার হাসান মিয়ার স্ত্রী।
দুর্ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন ও গাড়ি ভাংচুর করেন।
এসআই মো. আরিফ হোসেন খান বলেন, “দুপুরের কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ইসমত। এ সময় কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“এর প্রতিবাদে বেলা ২টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সাড়ে ৩টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।