শনিবার, ২৩ জুলাই, ২০১৬

কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশুরা পিতা-মাতার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে



এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রথমবারের মতো কিশোর-কিশোরী অপরাধীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। প্রথম দিনে মোট ১১ জন কিশোর-কিশোরী তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন।

দীর্ঘদিন পিতামাতার সাহচর্যবঞ্চিত যেসব শিশু, কিশোর-কিশোরীরা দেশের বিভিন্ন কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে, তারা যাতে তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারে, সে উদ্দেশ্যেই ‘ভিডিও যোগাযোগ’ চালুর উদ্যোগ নিয়েছেন সরকার। 

গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে শনিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে ‘ভিডিও যোগাযোগ’ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর মাধ্যমে দেশের সকল কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে এ যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কাবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, নানা কারণে অপরাধে জড়িয়ে পড়া কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশু, কিশোর-কিশোরীরা যাতে তাদের মা, বাবাসহ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

গাজীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরণ সাহা এবং ওই কিশোরী উন্নয়ণ কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক আবুল ফজল মো. আমান উল্লাহ জানান, গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্র ও টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র এবং যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্র তিনটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। আদালতের মাধ্যমে এখানে আসা এসব শিশু, কিশোর-কিশোরীদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছেন সরকার। অভিভাবকরা নিজ জেলার সমাজ সেবা কার্যালয় থেকে এ সব নিবাসে থাকা তাদের সন্তানদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।
সংশ্লিষ্ট লিংকঃ