কোনাবাড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কোনাবাড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

কোনাবাড়িতে বিদ্যুৎ চুরির দায়ে পাঁচজনকে ১১ লাখ টাকা জরিমানা


এবিসি নিউজ
কোনাবাড়ি, গাজীপুর

কোনাবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচ অসাধুকে ১১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুখলেছুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আবদুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার মো. মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে। চুরি করা ইউনিটের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৫৬০।
অভিযানকালে তিনিসহ আরও উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

কোনাবাড়ি-কাশিমপুর সড়ক বেহাল, চরম দুর্ভোগে এলাকাবাসী

কোনাবাড়ি-কাশিমপুর সড়কের বেহাল অবস্থা
এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর সড়কটি বেহাল। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় তিন মাস ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এখন হেঁটে চলাচল করাও অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। তিন-চার মাস আগে সড়কটির কোনাবাড়ি প্রান্ত থেকে সংস্কারকাজ শুরু হয়। এক কিলোমিটারের কম সড়কে আরসিসি ঢালাই দেওয়া হয়। সড়কের এক পাশে নালাও নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কের বাকি অংশের কাজ বন্ধ হয়ে আছে। এ অংশে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে আছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, সড়কটিতে হেঁটেও চলাচল করতে পারছেন না মানুষ।

কাশিমপুর বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, দোকানের মালামাল ক্রয় করতে প্রতিদিনই কোনাবাড়ি বাজারে যেতে হয়। রাস্তা বেহাল হওয়ায় বাড়তি চার-পাঁচ কিলোমিটার দূর ঘুরে কোনাবাড়ি যেতে হয়।

জরুনের কেয়া স্পিনিং কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন কারখানায় কাজে যেতে হয়। অথচ রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় এতে হাঁটা যায় না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কাজে যেতে হয়।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের আরসিসি ঢালাই করা অংশ চলাচলের জন্য এখনো খোলা হয়নি। এখন রাস্তার ওপর হাটবাজার বসছে। সড়কটির বাকি পাঁচ কিলোমিটার অংশেই বড় বড় গর্ত আছে। এসব গর্তে পানি জমে আছে। এলাকাবাসী ও স্থানীয় কারখানার শ্রমিকদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কয়েকটি স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

হরিণাচালা এলাকার বাসিন্দা মোনতাজ আলী বলেন, রাস্তা খারাপ থাকায় রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হয় না।

স্কুলশিক্ষক রহিম সরকার বলেন, সড়কটির আশপাশে কয়েকটি কিন্ডারগার্টেন রয়েছে। এসব স্কুলে কয়েকশ ছেলেমেয়ে লেখাপড়া করেন। স্কুলে যাতায়াতের সময় শিশুদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার বলেন, কোনাবাড়ি-কাশিমপুর সড়কের জরুন এলাকা থেকে তাঁর ওয়ার্ড শুরু হয়েছে। সেখান থেকে তাঁর পুরো এলাকার রাস্তাই খারাপ। মানুষ ঠিকমতো চলাচল করতে পারছেন না। এলাকার এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তা।

সিটি কর্পোরেশনের জোন-৫-এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান বলেন, ওই সড়কের কিছু অংশে কাজ করা হয়েছে। বাকি অংশের কাজও পর্যায়ক্রমে করা হবে।

শনিবার, ২৩ জুলাই, ২০১৬

কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশুরা পিতা-মাতার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রথমবারের মতো কিশোর-কিশোরী অপরাধীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। প্রথম দিনে মোট ১১ জন কিশোর-কিশোরী তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন।

দীর্ঘদিন পিতামাতার সাহচর্যবঞ্চিত যেসব শিশু, কিশোর-কিশোরীরা দেশের বিভিন্ন কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে, তারা যাতে তাদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারে, সে উদ্দেশ্যেই ‘ভিডিও যোগাযোগ’ চালুর উদ্যোগ নিয়েছেন সরকার। 

গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে শনিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে ‘ভিডিও যোগাযোগ’ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর মাধ্যমে দেশের সকল কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে এ যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কাবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, নানা কারণে অপরাধে জড়িয়ে পড়া কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিশু, কিশোর-কিশোরীরা যাতে তাদের মা, বাবাসহ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

গাজীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরণ সাহা এবং ওই কিশোরী উন্নয়ণ কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক আবুল ফজল মো. আমান উল্লাহ জানান, গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্র ও টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র এবং যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্র তিনটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। আদালতের মাধ্যমে এখানে আসা এসব শিশু, কিশোর-কিশোরীদের পিতা-মাতা/ অভিভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছেন সরকার। অভিভাবকরা নিজ জেলার সমাজ সেবা কার্যালয় থেকে এ সব নিবাসে থাকা তাদের সন্তানদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।

শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

কোনাবাড়িতে হেরোইনসহ যুবক আটক


এবিসি নিউজ
কোনাবাড়ি, গাজীপুর

সিটি কর্পোরেশনের কোনাবাড়ির নতুনবাজার এলাকা থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ মমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাতে কাশিমপুর কারাগার রোড থেকে তাকে আটক করা হয়। আটক মমিনুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ি থানা এলাকার আলাউদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হালিম মিয়া মোবাইল ফোনে জানান, সন্দেহজনকভাবে মমিনুলকে আটক করা হয়েছে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই রফিকুল।

বুধবার, ১৫ জুন, ২০১৬

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে দুর্নীতি বিরোধী পক্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে র‌্যালিটি কোনাবাড়ী শিল্প এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সমিতির কর্মকর্তা / কর্মচারী ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর বিদ্যুৎ সমিতির কোনাবাড়ী আঞ্চলিক সমিতি বোর্ডের পরিচালক কায়সার আজাদ, কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. মোখলেছুর রহমান সরকার ও এজিএম (ওঅ্যান্ডএম) মো. নূরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রাহক সেবার ক্ষেত্রে কোনো প্রকার অবৈধ অর্থ লেনদেন এবং গ্রাহক হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রশিদ ছাড়া কাউকে অর্থ না দেওয়ার জন্য গ্রাহকদেরকে পরামর্শ দেওয়া হয়।