শনিবার, ২৩ জুলাই, ২০১৬

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দীনের ইন্তেকাল



এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দীন আজ সকালে ঢাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুইপুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজউদ্দীনের সহোদর ভাই। তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা ।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ দুপুর ১ টায় শান্তিনগরের কনকর্ড টাওয়ারে, দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৩টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং শেষ নামাজে জানাজা মরহুমের নিজ গ্রাম নোয়াপাড়ায় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
সংশ্লিষ্ট লিংকঃ