স্টাফ রিপোর্টার
টানা নয় দিনের ছুটি শেষ করে আজ শনিবার গাজীপুরের কর্মজীবী মানুষেরা কর্মস্থল গাজীপুরে ফিরতে শুরু করেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, মহানগরীর চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর রেলওয়ে জংশন, টঙ্গী, মীরের বাজার, কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, আপনজনদের সাথে ঈদের আনন্দ শেষ করে পুনরায় ফিরছেন কর্মজীবীরা।
টানা ৯দিন বন্ধের পর রবিবার অফিস-আদালত খোলবে। তাই আজ শনিবার সকাল থেকেই লোকজন ফিরে আসছে। আবার অনেকে আগামীকালও এসে অফিস করবেন।
সকালের দিকে বাড়ি থেকে ফেরা কর্মজীবী মানুষের চাঁপ না থাকলেও বেলা বারার সাথে সাথে কর্মজীবী মানুষের চাঁপ বাড়তে থাকে। সেই সাথে যানবাহনের চাঁপ লক্ষ করা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা) কোথাও তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। তবে বিকেলের দিকে যানজট বাড়তে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।
সালনা হাইওয়ে থানার ওসি মোঃ আবু দাউদ মিয়া জানান, সকাল থেকে কর্মমূখী মানুষ ফিরতে শুরু করেছে। দুপুর পর্যন্ত কোন মহাসড়কে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। তবে বিকেল বা সন্ধ্যার দিকে যানজট হতে পারে।
সালনা হাইওয়ে থানার ওসি মোঃ আবু দাউদ মিয়া জানান, সকাল থেকে কর্মমূখী মানুষ ফিরতে শুরু করেছে। দুপুর পর্যন্ত কোন মহাসড়কে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। তবে বিকেল বা সন্ধ্যার দিকে যানজট হতে পারে।