গাজীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গাজীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

গাজীপুরে বদলাচ্ছে সাড়ে ৩ হাজার ফোন নম্বর


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬xxxx গ্রুপের তিন হাজার ৪০০ টেলিফোনের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে। 

এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে আট ডিজিটের নতুন নম্বর। অন‌্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে।

যেমন এতোদিন যে ফোনের নম্বর ছিল ৯২৬১০০০, সেটির নতুন নম্বর হবে ৪৯২৬১০০০।

এ পরিবর্তন কার্যকর হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে। নম্বর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহককে তার নতুন নম্বর জানিয়ে দেবে বিটিসিএল।

পরিবর্তিত বা নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এছাড়া পরিবর্তিত নম্বর জানতে এবং জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে ১৬৪০ নম্বরে অথবা অফিস সময়ে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শনিবার, ৯ জুলাই, ২০১৬

ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা


স্টাফ রিপোর্টার

টানা নয় দিনের ছুটি শেষ করে আজ শনিবার গাজীপুরের কর্মজীবী মানুষেরা কর্মস্থল গাজীপুরে ফিরতে শুরু করেছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, মহানগরীর চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর রেলওয়ে জংশন, টঙ্গী, মীরের বাজার, কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, আপনজনদের সাথে ঈদের আনন্দ শেষ করে পুনরায় ফিরছেন কর্মজীবীরা।

টানা ৯দিন বন্ধের পর রবিবার অফিস-আদালত খোলবে। তাই আজ শনিবার সকাল থেকেই লোকজন ফিরে আসছে। আবার অনেকে আগামীকালও এসে অফিস করবেন। 

সকালের দিকে বাড়ি থেকে ফেরা কর্মজীবী মানুষের চাঁপ না থাকলেও বেলা বারার সাথে সাথে কর্মজীবী মানুষের চাঁপ বাড়তে থাকে। সেই সাথে যানবাহনের চাঁপ লক্ষ করা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা) কোথাও তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। তবে বিকেলের দিকে যানজট বাড়তে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।

সালনা হাইওয়ে থানার ওসি মোঃ আবু দাউদ মিয়া জানান, সকাল থেকে কর্মমূখী মানুষ ফিরতে শুরু করেছে। দুপুর পর্যন্ত কোন মহাসড়কে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। তবে বিকেল বা সন্ধ্যার দিকে যানজট হতে পারে।

বুধবার, ৬ জুলাই, ২০১৬

ভয়াবহ যানজট পেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ ফাঁকা


স্টাফ রিপোর্টার

এক দিন ব্যবধানেই পাল্টে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র। গতকাল মঙ্গলবারের ভয়াবহ যানজট, আজ বুধবার একেবারেই নেই। ঈদের ছুটিতে গাজীপুরের লক্ষাধিক শ্রমিক ও সাধারণ যাত্রীরা কাল রাতেই ঘরে ফেরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন ফাঁকা। স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। তবে শেষ সময়ে স্বল্পসংখ্যক যাত্রীকে পছন্দের গাড়ির জন্য বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। 

গতকাল অর্ধবেলা পর্যন্ত প্রবল বর্ষণ ও যানবাহন বিকল হওয়ায় চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কের বিভিন্ন পয়েন্টে আজও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্বল্প আয়ের যাত্রীদের আজও বাসের ছাদে ও খোলা ট্রাক-পিকআপে ভ্রমণ করতে দেখা গেছে। অনেকেই অভিযোগ করেছেন, অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন-সংশ্লিষ্টরা। 

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ জানান, কারখানার শ্রমিকদের ছুটি হয়েছিল ৪ তারিখে। এ জন্য গত দুই দিন যানজট ছিল। গতকাল দুপুরের পর থেকে রাস্তা ফাঁকা হতে শুরু করে। আজ পুরোপুরি ফাঁকা।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

গাজীপুরে দরিদ্রদের মাঝে পুলিশ সুপারের ঈদ বস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার

গাজীপুরে কমিউনিটি পুলিশ সদস্য, এতিম, দু:স্থ এবং দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব বস্ত্র বিতরণ করা হয়। 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় তার স্ত্রী মিসেস শিরিন আক্তার, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, জেলা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি সুলতান আহমেদ সরকারসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহস্রাধিক নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

শনিবার, ৫ মার্চ, ২০১৬

জুলাই থেকে চালু হতে পারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ


স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইউনিট গঠন আইনের খসড়া প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে কিছু সংশোধনীর পর প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী জুলাই থেকে নতুন এই মট্রোপলিটন পুলিশ জিএমপি’র কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাসস এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও গাজীপুর জেলার সাবেক জেলা প্রশাসক নূরুল ইসলাম বাসসকে জানান, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের (সম্মতি) অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে এই নতুন পুলিশ ইউনিটের সংশোধন করে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে এটি আইনি রূপ দেওয়ার জন্য উত্থাপন করা হতে পারে।

তিনি বলেন, গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভায় জিএমপি’র প্রস্তাবটি অনুমোদনের পর তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বৈঠক করে জিএমপি গঠনের প্রস্তাব চূড়ান্ত করেছে।

জিএমপিতে বর্তমানে থাকা তিনটি থানার অংশ নিয়ে মোট ১০টি থানা করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে গাজীপুর জেলায় এসপিসহ বিভিন্ন পদ মর্যাদার ৩২৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছেন। সেখানে মেট্রোপলিটনের প্রধান ডিআইজিসহ ৮ হাজার ২২৬ পদের প্রস্তাব করা হয়েছে। গাড়ি চাওয়া হয়েছে ১ হাজার ২১৭টি। এতে বছরে খরচ হবে ১৮৩ কোটি ৫৯ লাখ টাকা। জিএমপির নতুন থানাগুলোর নাম হবে সালনা থানা, জয়দেবপুর থানা, চৌরাস্তা থানা, কোনাবাড়ী, মৌচাক, কাশিমপুর, বোর্ডবাজার, মীরেরবাজার, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা।

আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যাত্রা শুরু করবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট।

দেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনায় মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। অনুমোদন পেলে গাজীপুর সপ্তম মেট্রোপলিটন হিসেবে যাত্রা শুরু করবে।

গত বছর ২২ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবে গাজীপুর ও টঙ্গী পৌরসভা এলাকার ৩২৯ দশমিক ৯০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ২০১৩ সালের ১৬ জানুয়ারি গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন যাত্রা করে।

গাজীপুর শহর এলাকায় অসংখ্য গার্মেন্ট ফ্যাক্টরিসহ বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে বিস্তৃত গাজীপুর শহরের জনসংখ্যা প্রায় ২৫ লাখ। গাজীপুর শহর এলাকায় একটি সমরাস্ত্র কারখানা, একটি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাকশাল), বাংলাদেশ কৃষি ও ধান গবেষণা ইন্সটিটিউট, টেলিযোগাযোগ স্টাফ কলেজ, কিশোর উন্নয়ন কেন্দ্র, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার, টেলিফোন শিল্প সংস্থা, দুটি রেলওয়ে জংশন, তিনটি রেলওয়ে স্টেশন, একটি সরকারি মেডিক্যাল কলেজ ও কয়েকটি হাসপাতাল, ১০/১২টি বাস স্টেশন, বিভিন্ন ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া জাতীয়, উন্মুক্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামিক, মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, দুটি বিশ্ববিদ্যালয় কলেজ, একটি সরকারি মাহিলা কলেজ, বহু সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেনসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা গাজীপুর সিটি কর্পোরেূশন এলাকার টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে থাকে। এতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।

গাজীপুর মেট্রোপলিটনের কার্যক্রম পরিচালনার জন্য ৮ হাজার ২২৬টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৬৫টি ক্যাডার পদ। এর মধ্যে ডিআইজি পদবির একজন দায়িত্ব পালন করবেন কমিশনার হিসেবে। তিনজন অতিরিক্ত ডিআইজি, এসপি পদ মর্যাদার ২১ জন ডিসি (ডেপুটি পুলিশ কমিশনার), এডিসি ৪৯ জন ও এএসপি ১৯১ জনের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন হওয়ার পরও গাজীপুর জেলা পুলিশ বিদ্যমান থাকবে। মেট্রোপলিটন পুলিশ এলাকা হলে বর্তমানে জয়দেবপুর, টঙ্গী থানা ও জয়দেবপুরের টিওপি ও মৌচাক পুলিশ ফাড়ির জনবল মেট্রোপলিটন পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় করা হতে পারে বলেও জানা গেছে।