এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর
শ্রীপুর পৌর শহর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে জুড়ে কর্দমাক্ত ছোট-বড় গর্তে ভরা এ সড়কে জনদুর্ভোগ এখন চরমে।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার ভিতর দিয়ে শ্রীপুর থেকে মাওনা পর্যন্ত ৮ কিলোমিটারের সড়ক যা উপজেলার অন্যতম যোগাযোগ রাস্তা। ঢাকা-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের প্রধান রাস্তা এটি।স্থানীদের অভিযোগ রাস্তায় অচল অবস্থা থাকলেও কর্তৃপক্ষ তা বছরের পর বছর জোড়া তালি দিয়ে সচল রাখার ব্যর্থ চেষ্টা চলাছেন।
প্রতি ফুটে ফুটে উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে কর্দমাক্ত ছোট-বড় গর্ত। ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় আধ ঘন্টার বেশি। প্রতিদিন ঝুকি নিয়ে চলছে শতশত যানবাহন। অন্তসত্বা রোগী, বয়স্ক ও শিশুরা প্রতিনিয়তই ঝাকুনিতে অসুস্থ্য হয়ে পড়ছে। এ সড়কে নিয়মিত যাতায়াতকারি অতিঝাকুনির ফলে আক্রান্ত হচ্ছেন ব্যাথাজনিত বিভিন্ন রোগে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, শ্রীপুর-মাওনা সড়কে চলাচল করা এখন অসম্ভব। যানবাহনের ঝাকুনিতে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে পড়ছেন। সড়ক ও জনপথ বিভাগ ঈদের পূর্বে সড়কে কর্দমাক্ত গর্ত ভরাট না করায় দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো মানুষের।
এলাকাবাসী আরো জানায়, রাত দিন অতি ভাড়ি যানবাহন চলাচল করায় সড়কের বহু স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। পুরো সড়ক জুড়েই স্থানে স্থানে উঠে গেছে কার্পেটিং সহ ইটের আস্তরন।
উপজেলা প্রকৌশলী মো:সোজায়েত হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগ সড়কটির তত্বাবধান করেন।
সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, ইতোমধ্যেই সড়কের উন্নয়ন কাজের দরপত্র আহবান করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। অবিলম্বেই কাজ শুরু হবে।