শ্রীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

শ্রীপুরে স্যুটকেসের ভেতরে নারীর অর্ধগলিত লাশ


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরে স্যুটকেসের ভেতরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে তার নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করেন পুলিশ। শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর খালিয়াটিপাড়ার একটি বনের পাশে স্যুটকেসটি পড়েছিল। লাশের দুই পা স্যুটকেস থেকে বের করা ছিল।

এসআই সাইফুল জানান, এলাকাবাসী সন্ধ্যায় স্যুটকেসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মৃতদেহসহ স্যুটকেসটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অন্তত তিনদিন আগে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

গাজীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরে হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী এলাকার মো. কালাম (৩০) ও একই এলাকার ইকবাল হোসেন (২২)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুল লতিফ (২৫) ও মো. মোখলেছ (১৯)।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিরা রুপালী খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৫) গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে শ্রীপুর উপজেলার ৬নং বরমী ইউনিয়নের গিলাশ্বর এলাকার আ. মান্নানের প্রজেক্টর পূর্ব পার্শ্বের বাউন্ডারি ওয়ালের পিলারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুপালী খাতুনের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম।

সোমবার, ২২ আগস্ট, ২০১৬

শ্রীপুরে বাঁশঝাড়ে নারীর আগুনে পোড়া লাশ


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ।

সোমবার দুপুরে শ্রীপুরের নতুনপটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাজেরা স্থানীয় নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।

শ্রীপুর মডেল থানার এসআই আব্দুল ছাত্তার জানান,  বসত-বাড়ি থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহতের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পোড়া রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই এসআই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, রোববার রাতেও হাজেরা তাদের বাড়িতে ছিলেন। আজ সকালে তাকে বাড়িতে দেখতে না পেলে পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন।

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

শ্রীপুরে পিস্তল-গুলিসহ আটক ১


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের বরমী এলাকা থেকে সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। 

মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ব্যক্তির নাম শংকর সাহা (৪০)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার ঠোলা এলাকার মৃত রমেশ সাহার ছেলে।

পুলিশ সুপার জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় চুন্নী বাবুর রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে ওই রাইস মিলের ম্যানেজার শংকর সাহাকে আটক এবং তার নিকট থেকে ম্যাগজিন ভর্তি পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যান।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

শ্রীপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বোমা ফাটিয়ে সোনার দোকানে (জুয়েলার্স) ডাকাতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের দোতলায় সংগীতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন দোকান মালিকের ছেলে সুব্রত দাস (৩০), কর্মচারী চন্দন (৩০), স্থানীয় ট্রাকচালক সাগর আহমেদ (৩৫) ও তাঁর সহকারী সাজু মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সংগীতা জুয়েলার্সে সাত-আটজনের ডাকাত দল হানা দেন। দোকানে ঢুকেই ডাকাত দল হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুট করেন। এরপর ডাকাতেরা একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহের দিকে দ্রুত পালিয়ে যান। ডাকাতদের ছোড়া বোমার স্প্লিন্টারে দোকানমালিকের ছেলেসহ চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, অস্ত্রধারী ডাকাতেরা দোকানের দুই নারী ক্রেতা ও চারজন কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করেন। পরে প্রদর্শনী তাক (শেলফ) থেকে স্বর্ণালংকার লুট করেন। এ সময় দুই ডাকাত দোকানের সিন্দুক ভাঙার চেষ্টা করেন।

দোকানের মালিক শংকর চন্দ্র দাস বলেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে কমপক্ষে সাড়ে তিন শ ভরি স্বর্ণালংকার লুট করেছেন। তাঁর ছেলেসহ চারজন কর্মচারী দোকানে ছিলেন। এ সময় বাধা দিলে ডাকাতেরা বোমা নিক্ষেপ করেন।

মাওনা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা পালানোর সময় ১৫-১৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে আতঙ্কে দোকান ফেলে পালিয়েছি। মনে হয়েছে, জঙ্গিরা বোমা ফাটিয়েছে।’

দোকান পরিদর্শনে আসা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ


এবিসি নিউজ
গাজীপুর

শ্রীপুরের কাওরাইদে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান: জামালপুর থেকে ঢাকাগামী বহ্মপুত্র এক্সপ্রেস বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কাওরাইদ এলাকায় এই দুর্ঘটনায় পড়ে - ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনে রয়েছে - এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি - দুর্ঘটনার পর ঢাকা ও ময়মনসিংহে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করলে যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এ দুর্ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ ও জামালপুর হয়ে বাহাদুরাবাদ-জগন্নাথগঞ্জ ঘাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি ট্রেন আশ-পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কাওরাইদ স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের মধ্যে সংযোগকারী সেতুর ওপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে।

ইঞ্জিনের নিচে একটি ট্রলি আটকে থাকতে দেখা গেছে। হয়তো রাস্তা পারাপারের সময় ওই ট্রলি সেখানে আটকে যায়। আর তার সাথে সংঘর্ষের ফলেই ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

শ্রীপুরে পলাতক আসামিসহ আটক ৪


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরে ডাকাতি মামলার পলাতক আসামিসহ চারজনকে আটক করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার বরমী-কাওরাইদ সড়কের পাইটালবাড়ী ব্রিজ থেকে চারজনকে আটক করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাইটালবাড়ী ব্রিজে অবস্থান নেন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। এ সময় ত্রিমোহনী থেকে আসার পথে একটি মাইক্রোবাস তল্লাশি করে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের মো. পারভেজ (২৫), পাশের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মোবারক হোসেন (৩২), কাপাসিয়া উপজেলার কুড়িয়াদি গ্রামের জাকির হোসেন (২৬) ও সোহাগ মিয়া (২৮)।

এসআই মোস্তাফিজুর রহমান বলেন, পারভেজের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। পারভেজ চারটি ডাকাতি মামলার পলাতক আসামি ও শ্রীপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

শ্রীপুর-মাওনা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুর পৌর শহর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে জুড়ে কর্দমাক্ত ছোট-বড় গর্তে ভরা এ সড়কে জনদুর্ভোগ এখন চরমে। 

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার ভিতর দিয়ে শ্রীপুর থেকে মাওনা পর্যন্ত ৮ কিলোমিটারের সড়ক যা উপজেলার অন্যতম যোগাযোগ রাস্তা। ঢাকা-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের প্রধান রাস্তা এটি।স্থানীদের অভিযোগ রাস্তায় অচল অবস্থা থাকলেও কর্তৃপক্ষ তা বছরের পর বছর জোড়া তালি দিয়ে সচল রাখার ব্যর্থ চেষ্টা চলাছেন। 

প্রতি ফুটে ফুটে উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে কর্দমাক্ত ছোট-বড় গর্ত। ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় আধ ঘন্টার বেশি। প্রতিদিন ঝুকি নিয়ে চলছে শতশত যানবাহন। অন্তসত্বা রোগী, বয়স্ক ও শিশুরা প্রতিনিয়তই ঝাকুনিতে অসুস্থ্য হয়ে পড়ছে। এ সড়কে নিয়মিত যাতায়াতকারি অতিঝাকুনির ফলে আক্রান্ত হচ্ছেন ব্যাথাজনিত বিভিন্ন রোগে। 

ভুক্তভোগী এলাকাবাসী জানান, শ্রীপুর-মাওনা সড়কে চলাচল করা এখন অসম্ভব। যানবাহনের ঝাকুনিতে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে পড়ছেন। সড়ক ও জনপথ বিভাগ ঈদের পূর্বে সড়কে কর্দমাক্ত গর্ত ভরাট না করায় দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো মানুষের। 

এলাকাবাসী আরো জানায়, রাত দিন অতি ভাড়ি যানবাহন চলাচল করায় সড়কের বহু স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। পুরো সড়ক জুড়েই স্থানে স্থানে উঠে গেছে কার্পেটিং সহ ইটের আস্তরন। 

উপজেলা প্রকৌশলী মো:সোজায়েত হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগ সড়কটির তত্বাবধান করেন। 

সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, ইতোমধ্যেই সড়কের উন্নয়ন কাজের দরপত্র আহবান করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। অবিলম্বেই কাজ শুরু হবে।

রবিবার, ১০ জুলাই, ২০১৬

পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছেন স্কুল ছাত্রী


স্টাফ রিপোর্টার

শ্রীপুরে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী।

রবিবার দুপুরে শ্রীপুর মডেল থানা পুলিশ এ বিয়ে বন্ধ করেন। বরমী ইউনিয়নের ভীটিপাড়া গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে জান্নাতুল মিমের সাথে পাশের গ্রামের রাশিদুলের ছেলে জাকির হোসেনের সাথে বিয়ের আয়োজন চলছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এ বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশ। জান্নাতুল মিম সাতখামাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ জাতীয়করণ


স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের পর শ্রীপুরে একটি মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হল। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ জাতীয়করণ করায় এই উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরজ করছে। কারণ এই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৯৯টি বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য অনুমোদন করেন। ওই তালিকার মধ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ৫ম অবস্থানে ছিল।১৯৬৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।

শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কামাল হোসেন বলেন, এখন গ্রামাঞ্চলের অভিভাবকেরা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন।

গাজীপুর-৩ আসনের সাংসদ ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী বলেন, শ্রীপুরের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করার তাগিদ অনেক আগ  থেকেই ছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার এর রূপদান করলো।

দুপুর ১২টার দিকে গাজীপুর-৩ আসনের সাংসদ আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী কলেজ প্রাঙ্গণে আসার পর ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শ্রীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

শনিবার, ৯ জুলাই, ২০১৬

ঈদের ছুটিতে উপচেপড়া ভিড় বঙ্গবন্ধু সাফারি পার্কে


স্টাফ রিপোর্টার

এবার ঈদের ছুটিতে, ঈদের দ্বিতীয় দিন হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত ছিল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।কিন্তু গাড়ি, জনবল ও মোবাইল নেটওয়ার্কিংয়ের অভাবে দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শিব প্রসাদ ভট্টাচর্য বলেন, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ২০ হাজার দর্শনার্থী সাফারি পার্কে আসেন। অধিকাংশ দর্শনার্থী কোর সাফারি পার্কে যেতে আগ্রহী।

কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ, হাতি ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে। এসব প্রাণী দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত মিনিবাস / গাড়িতে চড়ে যেতে হয়।

শিব প্রসাদ বলেন, কিন্তু দর্শনার্থীদের তুলনায় ওই গাড়ির সংখ্যা খুবই অপ্রতুল। পার্কে এখন দর্শনার্থীদের জন্য ২৮ আসনের পাঁচটি মিনিবাস রয়েছে। বর্তমানে ওই সংখ্যা কমপক্ষে দ্বিগুণ করা দরকার। পরিবহন সংকটের কারণে সাফারি পার্কের একাংশ দেখতেই অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় বলে জানান তিনি। 

সাফারি কিংডমে রয়েছে ময়ূর, ধনেশ, ক্রাউন্ট ফিজেন্টসহ দেশি-বিদেশি নানা জাতের পাখির পাখিশালা, প্রজাপতি কর্ণার, কচ্ছপ প্রজনন কেন্দ্র, ইমু গার্ডেন, ময়ুর / মেকাউ ওপেন ল্যান্ড, লেক জোন ও কুমির পার্ক। বিভিন্ন বন্যপ্রাণীর নৈপূণ্য ও খেলাধুলা দেখতে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। পর্যক্ষেণ টাওয়ারে উঠে দর্শণার্থীরা সুবিশাল সবুজ প্রকৃতি দেখতেও ভিড় জমায়।


পার্কের এতসব আয়োজন দেখভালের জন্য রয়েছেন মাত্র ৪৭ জন কর্মচারী, যা প্রয়োজনের তুলনায় খুব কম বলে কর্তৃপক্ষের দাবি। ২০১৫ সালে লোকবল চেয়ে পার্কের প্রকল্প কর্মকর্তা তপন কুমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা করেছেন। কিন্তু এখন পর্যন্ত লোকবল নিয়োগ হয়নি বলে জানান শিব প্রসাদ ভট্টাচার্য। পার্কের এনিমেল কিপার মো. রফিকুল ইসলাম বলেন, পার্কে আসা হাজার হাজার দর্শনর্থীর নিরাপত্তার জন্য এখানে স্থায়ী ক্যাম্প স্থাপন করা জরুরি। তাছাড়া এখানকার গভীর বনাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক খুব দুর্বল। ফলে দর্শনার্থী ও পার্কের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে যোগাযোগ করতে খুবই বিড়ম্বনায় পড়তে হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর এলাকায় শাল-গজারীপূর্ণ তিন হাজার ৬৯০ একরে প্রতিষ্ঠিত এ পার্কটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৩১ অক্টোবর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

টেস্ট পোস্ট

প্রচ্ছদ কাপাশিয়া কালিগঞ্জ কালিয়াকৈর জয়দেবপুর টঙ্গী শ্রীপুর সবিশেষ