রবিবার, ১৭ জুলাই, ২০১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্ট বিভাগের রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ



এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে রবিবার দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ জনের খালাসের রায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে রবিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাইকোর্ট বিভাগের আদেশ আপিল বিভাগ কর্তৃক ‘নো-অর্ডার’ রায় ঘোষণার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয়রা টঙ্গীর স্টেশন রোড, মিল গেইট, কলেজগেট এবং চেরাগআলী এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন। এসময় তারা রাস্তায় বসে ও শুয়ে রায়ের প্রতিবাদে স্লোগান দেন। 

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বক্তব্য দেয়ার সময় সন্ত্রাসীরা জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করেন ।
সংশ্লিষ্ট লিংকঃ