সোমবার, ১৮ জুলাই, ২০১৬

প্রতারণা ও জনস্বাস্থ্যের ক্ষতির দায়ে রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাবের মোবাইল কোর্টের অভিযান

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর জেলা শহরের জয়দেবপুরের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে সোমবার চার লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের মোবাইল কোর্ট। মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ল্যাবে কর্মরত টেকনিশিয়ানদের লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করেন।

র‍্যাবের মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলা শহরের জয়দেবপুরের মসজিদ রোডস্থ ছোয়াদ ভবনে অবস্থিত রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে সোমবার দুপুরে ডিএডি করিম উদ্দিনের নেতৃত্বে র‌্যাব ১-এর সদস্যরা অভিযান চালান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত একটি মোবাইল কোর্ট মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ল্যাবে কর্মরত বিভিন্ন টেকনিশিয়ানের লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ওই রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামকে চার লাখ টাকা জরিমানা করেন।

র‍্যাবের সূত্র জানিয়েছে, ওই ডায়াগনস্টিক সেন্টারটি সাধারণ মানুষকে প্রতারণাসহ জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ইওসি হাসপাতালের ডিপিএম ডা. মোহাম্মদ হোসেন সঙ্গে ছিলেন।
সংশ্লিষ্ট লিংকঃ