ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে |
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর
কালিয়াকৈরের সফিপুরে জমি দখলকে কেন্দ্র করে অপ্রীতিকার ঘটনা ঘটেছে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দখল থেকে সামছুল আলম খান লোকজন নিয়ে তার জমি মুক্ত করতে যান। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে জমির দাবিদারদের ওপর হামলা করলে তারা পিছু হটেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই কারখানার ম্যানেজার শাহ-আলম সাংবাদিকদের বলেছেন ভিন্ন কথা। শাহ-আলম দাবি করেন - শনিবার সকাল ৯টার দিকে ৫০/৬০জনের একদল দূর্বৃত্ত সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন এবং কারখানাস্থ ষ্টাফ কোয়ার্টারে হামলা চালান। দূর্বৃত্তরা এসময় ষ্টাফ কোয়ার্টারের ভেতর ঢুকে চেয়ার-টেবিল, জানালার গ্লাস, সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, জনৈক সামছুল আলম খানের সঙ্গে জমি নিয়ে ইবনে সিনা কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। তারই জের ধরে আজ সকালে সামছুল আলম জমি দখল করতে গেলে এ ঘটনা ঘটে।