ড. ভাগ্য রানী বণিক |
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে যোগদান করেছেন ড. ভাগ্য রানী বণিক। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
ব্রির সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন নারী শীর্ষ পদে এলেন। ড. বণিক এর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রির বিদায়ী মহাচরিচালক ড. জীবনকৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন।
ড. বণিক ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঘমারায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর বারিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে ১৯৮২ সালে বিএসসি অনার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে স্নাতকোত্তর ও ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিশিষ্ট ভুট্টা-বিজ্ঞানী ড. বণিক চাকরিজীবনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তাঁর গবেষণা নিবন্ধের সংখ্যা ৩৭। বৃহস্পতিবার ব্রিতে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর ও পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।