বুধবার, ৬ জুলাই, ২০১৬

গাজীপুরেও উৎযাপিত হবে পবিত্র ‘ঈদ-উল-ফিতর’



স্টাফ রিপোর্টার

‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ….’। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায়ে গাজীপুরেও উৎযাপিত হবে পবিত্র ঈদ – উল – ফিতর। গাজীপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভাওয়াল রাজবাড়ি মাঠে।

বৃষ্টির কারণে মাঠে পানি থাকায় নেয় হয়েছে বিশেষ ব্যবস্থা। অর্ধেক মাঠ জুড়ে ত্রিপাল টাঙানো হয়েছে আর বাকী অংশ জুড়ে উপরে সামিয়ানা ও নীচে পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। 

মাঠ ব্যবস্থাপনায় রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। মাঠ ব্যবস্থাপনার সার্বিক কাজ তদারকি করছেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম। ঈদের জামাতে আসা মুসুল্লিাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য বুধবার বিকালে মাঠ প্রস্তুতের কাজ দেখতে এসে দীর্ঘ সময় মাঠে অবস্থান করেন তিনি। এসময় আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, মতভেদ ভুলে সকলেই যেন এক সাথে নামাজ পড়তে পারি-মুসলমান হিসাবে সেই চেষ্টাই করছি। 

এসময় তাঁর সাথে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জান্নাতুর রহমান, গাজীপুর জেলা প্রশাসনের এনডিসি সত্য জিৎ রায়, এড. আব্দুল আউয়াল, এড. মো; জাকির হোসেন, এড. মো: মনির হোসেন ও এড. আলী হোসেন।

এবার গাজীপুরের প্রধান ঈদের জামাতে ইমামতি করবেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: মনির আহম্মেদ খান। জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
সংশ্লিষ্ট লিংকঃ