স্টাফ রিপোর্টার
গাজীপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ভাওয়াল রাজবাড়ি মাঠে। ঈদের প্রধান জামাতে অংশ নেন মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের মুসল্লীরা।
গাজীপুরের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: মনির আহম্মেদ খান।
ঈদের জামাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. আলম, পুলিশ সুপার হারুন অর রশিদ ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম সহ রাজনৈতিজযক দলের নেতা-কর্মী ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এবার ৩০টি রোজা পূর্ণ হওয়ার পর আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপন।