গাজীপুর সিটি কর্পোরেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গাজীপুর সিটি কর্পোরেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ জুলাই, ২০১৬

গাজীপুরেও উৎযাপিত হবে পবিত্র ‘ঈদ-উল-ফিতর’


স্টাফ রিপোর্টার

‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ….’। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায়ে গাজীপুরেও উৎযাপিত হবে পবিত্র ঈদ – উল – ফিতর। গাজীপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভাওয়াল রাজবাড়ি মাঠে।

বৃষ্টির কারণে মাঠে পানি থাকায় নেয় হয়েছে বিশেষ ব্যবস্থা। অর্ধেক মাঠ জুড়ে ত্রিপাল টাঙানো হয়েছে আর বাকী অংশ জুড়ে উপরে সামিয়ানা ও নীচে পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। 

মাঠ ব্যবস্থাপনায় রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। মাঠ ব্যবস্থাপনার সার্বিক কাজ তদারকি করছেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম। ঈদের জামাতে আসা মুসুল্লিাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য বুধবার বিকালে মাঠ প্রস্তুতের কাজ দেখতে এসে দীর্ঘ সময় মাঠে অবস্থান করেন তিনি। এসময় আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, মতভেদ ভুলে সকলেই যেন এক সাথে নামাজ পড়তে পারি-মুসলমান হিসাবে সেই চেষ্টাই করছি। 

এসময় তাঁর সাথে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জান্নাতুর রহমান, গাজীপুর জেলা প্রশাসনের এনডিসি সত্য জিৎ রায়, এড. আব্দুল আউয়াল, এড. মো; জাকির হোসেন, এড. মো: মনির হোসেন ও এড. আলী হোসেন।

এবার গাজীপুরের প্রধান ঈদের জামাতে ইমামতি করবেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: মনির আহম্মেদ খান। জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।

রবিবার, ১২ জুন, ২০১৬

ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি মেয়রের বিরুদ্ধে মামলা করছে দুদক


স্টাফ রিপোর্টার

ত্রাণ তহবিলের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জুন) কমিশন থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের ওই টাকা আত্মসাৎ হয় এমন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মেয়র ও হিসাব রক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম শিগগির মামলাটি দায়ের করবেন বলে প্রণব কুমার জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, মেয়র আব্দুল মান্নান ও গোলাম কিবরিয়ার পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সময় পর্যন্ত কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন।

অভিযোগটি দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হওয়ায় কমিশন ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করার জন্য অনুমতি প্রদান করে।