বুধবার, ৬ জুলাই, ২০১৬

গাজীপুরে বজ্রাঘাতে ৬ জন দগ্ধ



স্টাফ রিপোর্টা

গাজীপুর সিটি করর্পোরেশনের সারদাগঞ্জ এলাকায় বজ্রাঘাতে ছয়জন দগ্ধ হয়েছেন। তারা সকলে স্থানীয় জহির উদ্দিনের বাড়ির ভাড়াটে।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতরা হলেন- দিনাজপুরের দবির উদ্দিন ওরফে তবিবুর (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সামিয়া (২৭) ও মেয়ে সুমাইয়া (০৫) এবং অন্য ভাড়াটে রহিজুল ইসলামের মেয়ে জামিয়া (১২)।

গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের (সারদাগঞ্জ) কাউন্সিলর এটি এম সফিজ উদ্দিন আহমদ জানান, সোমবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে জহিরের ভাড়া বাড়ির টিনের ঘরের দুইটি কক্ষের চাল উড়ে যায়।

এসময় তাদের আর্ত চিৎকারে আসপাশের লোকজন এসে দেখতে পান দুই কক্ষের সকলেই কম-বেশি দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে বজ্রঘাতে তারা দ্বগ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। তারা সকলেই কম-বেশী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দবির ও তার স্ত্রী বেশি দগ্ধ হয়েছেন।
সংশ্লিষ্ট লিংকঃ